আলাপ:ইসলামের নবি ও রাসুল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

পাতাটির বিষয়বস্তু অনুযায়ী সহজে বুঝতে পাতাটিকে ইসলামে নবী ও রাসূল করার প্রস্তাব করছি। >>কায়সার আহমাদ (আলাপ) ০৮:৪৯, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একমত পোষণ করছি, ইসলামে নবী ও রাসূল অধিক যুক্তিযুক্ত।-মাহ্‌ফুজ (আলাপ) ০৫:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
নাহ; নিবন্ধটিতেই বলা আছে - এক নয়। নবী ও রাসূূল দুটো ভিন্ন। - Ashiq Shawon (আলাপ) ০৯:১৯, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
কিন্তু আশিক ভাই বাংলাতে মোটা দাগে পয়গম্বর কে নবী-রাসূলই বলা হয়ে থাকে। ফেরদৌস১১:৪৯, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
নবী এবং রাসূূূল দুটো সম্পূর্ণ ভিন্ন। কেউ ভুল বললে সেটিই মেনে নিতে হবে - আমিতো এই নীতিটাই মানার যুক্তি পাই না! - Ashiq Shawon (আলাপ) ১১:৫৫, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে মানতে বলিনি। মেনে নিয়েন না। তবে যে নিবন্ধে নবী এবং রাসুল উভয় সম্পর্কে বর্ণনা আছে সেই নিবন্ধের নামে নবী রাসুল রাখা আমার বিবেচনায় কোন অর্থেই অযৌক্তিক না। কারণ এই নিবন্ধে শুধুমাত্র নবীদের নিয়ে আলাপ করা হয়নি। রাসুলদেরও উল্লেখ করা হয়েছে।

উদাহরণস্বরূপ রসায়নবিজ্ঞান বইয়ে যে অধ্যায়ে ক্ষার নিয়ে আলোচনা করা হয় তার শিরোনাম থাকে ক্ষার ও ক্ষারক। শুধুমাত্র ক্ষার বা ক্ষারক নয়। আমরা জানি সকল ক্ষারই ক্ষারক নয়। এখানে তদ্রুপ সকল পয়গম্বরই রাসুল নন। আমি এখনো নিবন্ধটি ইসলামে নবী ও রাসুল রাখার পক্ষে। আর নিবন্ধের নাম যদি করা হয় ইসলামে নবী তবে সেটা নিশ্চয়ই বিতর্কমুক্ত হবে। ☺ ফেরদৌস০৩:২৬, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি দুইজনের প্রতিই সমান সম্মান রেখে বলছি,
  • নিবন্ধটি ইংরেজি Prophets and messengers in Islam এর ছায়া অবলম্বনে যেখানে নবী ও রাসূল উভয়ের আলোচনা ও তালিকা প্রদান।
  • আমার কাছে নিবন্ধটি একটি তালিকা বাচক নিবন্ধ মনে হয়েছে যেখানে নবী ও রাসূল উভয় নিয়েই আলোচনার ও তথ্য প্রদানের সুযোগ আছে।
  • ইসলামের পয়গম্বর শব্দ ভুল আমি বলি নাই, কিন্তু ইসলামে নবী ও রাসূল শব্দটি বাংলায় বহুল পরিচিত এবং ব্যবহৃত।
  • আমি দেখেছি বাংলায় নবী (যদিও আমার জানামতে শব্দটি ইসলামিক পরিভাষা এবং শুধুমাত্র ইসলামের ভাষায় নবুয়্যাত প্রাপ্ত ব্যাক্তিগনকেই বলা যুক্তিযুক্ত) এবং রাসূল নিয়ে পৃথক নিবন্ধ রয়েছে, সুতরাং এটিকে তালিকা বাচক অথবা একই সমতলে নবী ও রাসূলের (ইসলামিক দৃষ্টিকোন থেকে) আলোচনার তথ্য বহুল নিবন্ধ করা যেতে পারে।

পরিশেষে, আমি এখনো নিবন্ধটি ইসলামে নবী ও রাসূল করা যুক্তিযুক্ত মনে করি এবং নিবন্ধটিতে উভয়ের তুলনা ও তালিকা সমৃদ্ধ করার প্রস্তাব রাখছি।-মাহ্‌ফুজ (আলাপ) ০৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও ইসলামে নবী ও রাসুল নামের পক্ষে। 45.125.220.162 (আলাপ) ১৮:০৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নবী ও রাসুলের পার্থক্য কি সে বিষয়ে এখানে ইবনে তাইমিয়ার বক্তব্য অনুযায়ী কিছু তথ্য দেওয়া আছে। "The difference between a Messenger and a Prophet - Islam Question & Answer"islamqa.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২০  45.125.220.162 (আলাপ) ০৯:৫৭, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কন্টেন্ট নিরীক্ষা[সম্পাদনা]

এই নিবন্ধের শিরোনাম ও বিষয়বস্তু একজন ইসলামি আলেম কর্তৃক নিরীক্ষিত হওয়া দরকার। - Shahidkhan1962 (আলাপ) ১৭:২১, ১১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কোন ইসলামী স্কলার যদি তথ্যসূত্র সহ নিবন্ধটির পর্যালোচনা করেন তবে আমিও খুশি হই। ফেরদৌস০৬:৩১, ১২ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ব্যাবস্থা করে দিচ্ছি। 45.125.220.162 (আলাপ) ১৮:০৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]