রানু দেবী অধিকারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রানু দেবী অধিকারী
জন্ম(১৯৩৬-১১-২৭)২৭ নভেম্বর ১৯৩৬[১]
বীরগঞ্জ, নেপাল
মৃত্যু৩০ এপ্রিল ২০২০(2020-04-30) (বয়স ৮৩)[২]
সিনামঙ্গল, কাঠমান্ডু, নেপাল
পেশাগায়ক

রানু দেবী অধিকারী (নেপালি: रानुदेवी अधिकारी) (২৭ নভেম্বর ১৯৩৬ - ৩০ এপ্রিল ২০২০) নেপালের একজন গায়ক ছিলেন। [৩] তিনি নেপালি কংগ্রেস দলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি ছিলেন রেডিও নেপালের প্রথম মহিলা গায়িকা।[তথ্যসূত্র প্রয়োজন] নিপীড়নের সময়ে নেপালিদের হৃদয়ে আগুন জ্বলানোর জন্য তিনি রেডিও নেপালে "জাগো নেপালি" এর মতো বিপ্লবী গান গাইতেন। তিনি প্রয়াত নোনা কৈরালার ছোট বোন ছিলেন। তিনি এবং তাঁর বোন, বোন-জামাই যুবরাজ অধিকারী এবং কৈরালা পরিবারের অন্যান্য সদস্যরা এই বিপ্লবে অংশ নিয়ে ছিলেন যা রানা শাসনের চূড়ান্ত পতনের দিকে পরিচালিত করেছিল।

রানু দেবী বিরাটনগরের বালিকা বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষকও ছিলেন।

তিনি তীর্থ প্রসাদ অধিকারিকে বিয়ে করেছিলেন। তাঁর তিন সন্তান ছিল; অর্চনা শর্মা, আলপনা রেগমি এবং তাঁর কনিষ্ঠ এবং একমাত্র পুত্র অবীন অধিকারী।

তথ্যসূত্র[সম্পাদনা]