ওয়ান ফর সরো (শিশুভোলানো ছড়া)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ওয়ান ফর সরো"
একটি দোয়েল
শিশুতোষ ছড়া
প্রকাশিতআনু. ১৭৮০

"ওয়ান ফর সরো" দোয়েল পাখি নিয়ে একটি প্রচলিত শিশুতোষ ছড়া। একটি চিরায়ত কুসংস্কার অনুযায়ী, একজন মানুষের দিন ভালো যাবে না খারাপ যাবে,তা সে দিনে কয়টি দোয়েল পাখি দেখেছে সেটি দিয়েই বলে দেয়া যায়।

চরণগুচ্ছ[সম্পাদনা]

কবিতা বা ছড়াটির কথা নিয়ে কয়েকরকম বৈচিত্র্য প্রচলিত আছে। একটি রূপ এরকম:

ওয়ান ফর সরো,
টু ফর জয়,
থ্রি ফর আ গার্ল,
ফোর ফর আ বয়,
ফাইভ ফর সিলভার,
সিক্স ফর গোল্ড,
সেভেন ফর আ সিক্রেট নেভার টু বি টোল্ড।[১]

যার অর্ধ দাঁড়ায় - একটি দোয়েল দেখলে দুঃখ পেতে হয়, দুটিতে আনন্দ, তিনটিতে বালিকা, চারটিতে বালক, পাঁচটিতে রূপা, ছয়টিতে স্বর্ণ আর সাতটিতে এমন গোপনীয় কোনো বিষয় যা কখনো প্রকাশ করা যাবেনা।

উৎপত্তি[সম্পাদনা]

যীশুর জন্মলগ্নে একটি দোয়েলের উপস্থিতি, সম্ভবত মাতা মেরিকে বিপদের পুর্বাভাস দিতে:[২] পিয়েরো ডেলা ফ্রান্সেসকা'র দ্যা নেটিভিটি

দোয়েল পাখিকে নিয়ে বিভিন্ন কুসংস্কার থেকেই ছড়াটির জন্ম বলে ধারণা করা হয়। বিভিন্ন সংস্কৃতিতে দোয়েল পাখিকে কুলক্ষণীয় বিবেচনা করা হয়। বৃটেনে ষোড়শ শতাব্দীতেও এরকম ধারণা চালু ছিলো।[৩]

ছড়াটি প্রথম সংকলিত হয়েছিলো ১৭৮০ খ্রিষ্টাব্দের দিকে, ল্যাঙ্কাশায়ারে‌র পুরাতত্ববিদ জন ব্র্যান্ডের "অবজার্ভেশনস অন পপুলার এন্টিকুইটিস" এর মাধ্যমে:

ওয়ান ফর সরো,
টু ফর মার্থ,
থ্রি ফর আ ফিউনারাল,
অ্যান্ড ফোর ফর বার্থ।

মাইকেল ইসাবি ডেনহ্যামের প্রোভার্বস অ্যান্ড পপুলার সেইং অফ দা সিজনস(লন্ডন,১৮৪৬) বইতে এর একটি সম্ভাব্য বিকল্প খুঁজে পাওয়া যায়:

ওয়ান ফর সরো,
টু ফর মার্থ,
থ্রি ফর আ ফিউনারাল,
ফোর ফর বার্থ,
ফাইভ ফর হেভেন,
সিক্স ফর হেল,
সেভেন ফে ডেভিল, হিজ ওন সেলফ।

ক্ষেত্রবিশেষে দাঁড় কাক, কাক এবং এজাতীয় অন্যান্য পাখিরাও এই ধরনের ছড়ায় সম্পর্কিত হয়ে পড়ে বিশেষত যুক্তরাষ্ট্রে, যেখানে দোয়েল বেশ কম দেখা যায়।[৪]

ছড়াটির একটি রূপ বৃটেনের শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় টিভি অনুষ্ঠান "ম্যাগপাই" আসার পর থেকে। অনুষ্ঠানটির আবহ সংগীতে এই ছড়াটি ব্যবহৃত হতো। ১৯৬৮ থেকে ১৯৮০ পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি জনপ্রিয়তার দিক দিয়ে অন্যান্য বহু অনুষ্ঠানকে পেছনে ফেলেছিলো।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. P. Tate, Flights of Fancy: Birds in Myth, Legend, and Superstition (New York: Random House, 2010), আইএসবিএন ১৪০৯০৩৫৬৯৭.
  2. Finaldi, Gabriele (১ ডিসেম্বর ১৯৯২)। "Picture Choice: Gabriele Finaldi on pictorial wisdom in Piero's relaxed Nativity"The Independent। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. I. Opie and M. Tatem, eds, A Dictionary of Superstitions (Oxford University Press, 1989), pp. 235-6.
  4. J. M. Marzluff, A. Angell, P. R. Ehrlich, In the Company of Crows and Ravens (Yale University Press, 2007), p. 127.
  5. Terry Pratchett and Jacqueline Simpson, The Folklore of Discworld (London: Random House, 2010), আইএসবিএন ১৪০৭০৩৪২৪৩, p. 449.

গ্রন্থসমূহ[সম্পাদনা]