কেরি ওয়ামস্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেরি ওয়ামস্লি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকেরি পিটার ওয়ামস্লি
জন্ম (1973-08-23) ২৩ আগস্ট ১৯৭৩ (বয়স ৫০)
ডুনেডিন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯২)
১১ মার্চ ১৯৯৫ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৩০ নভেম্বর ২০০০ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৩৫)
২৯ নভেম্বর ২০০৩ বনাম পাকিস্তান
শেষ ওডিআই৩ ডিসেম্বর ২০০৩ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৬৭ ৬৭
রানের সংখ্যা ১৩ - ৭০৯ ৩১৮
ব্যাটিং গড় ২.৬০ - ১১.৪৩ ১৭.৬৬
১০০/৫০ ০/০ -/- ০/১ -/-
সর্বোচ্চ রান - ৫৯ ৪৪
বল করেছে ৭৭৪ ১২০ ১২,৫৯৬ ৩,৩৩৫
উইকেট ২৫৩ ৭৯
বোলিং গড় ৪৩.৪৪ ৫৮.৫০ ২৪.৯০ ৩৩.১২
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/৭০ ১/৫৩ ৭/২৮ ৪/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ০/- ২২/- ৯/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ নভেম্বর ২০২০

কেরি পিটার ওয়ামস্লি (ইংরেজি: Kerry Walmsley; জন্ম: ২৩ আগস্ট, ১৯৭৩) ডুনেডিন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে থেকে শুরু করে ২০০০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও ওতাগো দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন কেরি ওয়ামস্লি

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৬ সাল পর্যন্ত কেরি ওয়ামস্লি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ঘরোয়া আসরের ক্রিকেটে ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত অকল্যান্ডের পক্ষে খেলেন। ২০০১-০২ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত ওতাগোর প্রতিনিধিত্ব করেন। এরপর, ২০০৩-০৪ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত পুনরায় অকল্যান্ডের পক্ষে খেলেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন কেরি ওয়ামস্লি। ১১ মার্চ, ১৯৯৫ তারিখে নেপিয়ারে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩০ নভেম্বর, ২০০০ তারিখে পোর্ট এলিজাবেথে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

নিউজিল্যান্ডের শতবর্ষীয় মৌসুমের সঙ্কটকালীন টেস্ট ক্রিকেট খেলার জন্যে তাকে আমন্ত্রণ জানানো হয়। ১৯৯৪-৯৫ মৌসুমে নিজস্ব প্রথম বছরে ২১ বছর বয়সী কেরি ওয়ামস্লি শক্ত মজবুত গড়নের অধিকারী ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হন। নিজস্ব সপ্তম বলেই তিনি উইকেট লাভ করেন। এরপর থেকে তাকে বেশ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। নিউজিল্যান্ড দল ঐ টেস্টে পরাজয়বরণ করে ও সিরিজে পরাজিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. List of New Zealand Test Cricketers
  2. "New Zealand Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০ 
  3. "New Zealand Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]