ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যক্তিবর্গের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই তালিকায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছেন বা দীর্ঘদিন বসবাস করেছেন কিংবা পৈতৃক নিবাস এই জেলায় অবস্থিত এমন ব্যক্তিদের নাম বাংলা বর্ণানুক্রমে সন্নিবেশ করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি, মার্কিন বাংলাদেশি, কানাডীয় বাংলাদেশি এবং ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী অন্যান্য অনাবাসী বাঙালিও রয়েছেন।

পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়াতে নয় তবে ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম হয়েছে, এমন ব্যক্তিদের নাম বাঁকা হরফে দেখানো হয়েছে।

স্বাধীনতা সংগ্রামী[সম্পাদনা]

বিপ্লবী[সম্পাদনা]

বীর মুক্তিযোদ্ধা[সম্পাদনা]

শহিদ বুদ্ধিজীবী[সম্পাদনা]

সাহিত্যিক[সম্পাদনা]

একুশে পদকপ্রাপ্ত কবি আল মাহমুদ

বিজ্ঞানী ও গবেষক[সম্পাদনা]

আব্দুস সাত্তার খান স্পেস শাটল, জেট ইঞ্জিন, ট্রেন ইঞ্জিন এবং শিল্প গ্যাস টারবাইনে বাণিজ্যিক প্রয়োগের জন্য ৪০টিরও বেশি সংকর ধাতু উদ্ভাবন করেছেন।

রাজা ও শাসক[সম্পাদনা]

বারো ভূইয়াঁদের নেতা ঈসা খাঁর স্কেচ।

রাজনীতিবিদ[সম্পাদনা]

বিখ্যাত ছাত্রনেতা এবং সাবেক সংসদ সসস্য আবদুল কুদ্দুস মাখন
নবাব সৈয়দ শামসুল হুদা নিখিল ভারত মুসলিম লিগের প্রেসিডেন্ট ছিলেন। বাংলার মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি প্রচুর অর্থ অনুদান দিয়েছিলেন।

মন্ত্রী[সম্পাদনা]

বর্তমান[সম্পাদনা]

সাবেক[সম্পাদনা]

সংসদ সদস্য[সম্পাদনা]

বর্তমান সাংসদ[সম্পাদনা]

সাবেক সাংসদ[সম্পাদনা]

ব্রাহ্মণবাড়িয়া-১[সম্পাদনা]
ব্রাহ্মণবাড়িয়া-২[সম্পাদনা]
ব্রাহ্মণবাড়িয়া-৩[সম্পাদনা]
ব্রাহ্মণবাড়িয়া-৪[সম্পাদনা]
ব্রাহ্মণবাড়িয়া-৫[সম্পাদনা]
ব্রাহ্মণবাড়িয়া-৬[সম্পাদনা]
সংরক্ষিত নারী আসন[সম্পাদনা]
বিলুপ্ত আসন[সম্পাদনা]

অন্যান্য[সম্পাদনা]

বিনোদন[সম্পাদনা]

সংগীতশিল্পী[সম্পাদনা]

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ

অভিনয়শিল্পী[সম্পাদনা]

অভিনেতা আলমগীর

চলচ্চিত্র পরিচালক[সম্পাদনা]

চিত্রশিল্পী[সম্পাদনা]

শিক্ষাবিদ[সম্পাদনা]

ক্রীড়াবিদ[সম্পাদনা]

বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

সাংবাদিক[সম্পাদনা]

সামরিক ব্যক্তিত্ব[সম্পাদনা]

ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শিল্পপতি[সম্পাদনা]

আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের মালিক

সরকারি কর্মকর্তা[সম্পাদনা]

ধর্মীয় ব্যক্তিত্ব[সম্পাদনা]

ইসলামি ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • মাকসুদ এইচ ভূঁইয়া - সুফি, লেখক, দার্শনিক
  • ফজলুল হক আমিনী — অধ্যক্ষ ও রাজনীতিবিদ

হিন্দু ধর্ম[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

  1. ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক নিবাস ময়মনসিংহ জেলায়
  2. ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলায়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১। 
  2. অজিত কুমার চৌধুরী (২০১২)। "রায়, অতীন্দ্রমোহন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  3. শেখ মোহাম্মদ ছায়িদ উল্লাহ লিটু (২০১২)। "দত্ত, উল্লাসকর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  4. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪৭০। আইএসবিএন 978-8179551356 
  5. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫৫৪। 
  6. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৯৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "সংসদ" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  7. চিরন্তন ১৯৭১। "আবদুর রহমান, বীর প্রতীক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  8. চিরন্তন ১৯৭১। "আবদুর রহিম, বীর বিক্রম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  9. চিরন্তন ১৯৭১। "মনির আহমেদ খান, বীর প্রতীক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  10. চিরন্তন ১৯৭১। "মোফাজ্জল হোসেন, বীর প্রতীক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  11. চিরন্তন ১৯৭১। "শামসুল হক, বীর বিক্রম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  12. চিরন্তন ১৯৭১। "শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  13. চিরন্তন ১৯৭১। "সামসুল হক, বীর প্রতীক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  14. আবু মো. দেলোয়ার হোসেন (২০১২)। "খাদিম, আতাউর রহমান খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  15. চিরন্তন ১৯৭১। "এ বি এম আবদুর রহিম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  16. মুহম্মদ আবদুস সালাম (২০১২)। "দত্ত, ধীরেন্দ্রনাথ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  17. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "আহমদ, সুলতানউদ্দিন২"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  18. সেলিনা হোসেন; নূরুল ইসলাম, সম্পাদকগণ (১৯৯৭)। বাংলা একাডেমী চরিতাভিধান (২য় সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। 
  19. সেলিনা হোসেন; নূরুল ইসলাম, সম্পাদকগণ (১৯৯৭)। বাংলা একাডেমী চরিতাভিধান (২য় সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২। 
  20. লালা রূখ সেলিম (২০১২)। "হাফিজ, আবদুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  21. "'কেউ কি আরেকটি সোনালী কাবিন লিখতে পেরেছে?'"BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ 
  22. সৈয়দ মোহাম্মদ শাহেদ ও অন্যান্য, সম্পাদক (সেপ্টেম্বর ২০০৮)। বাংলা একাডেমী লেখক অভিধান। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা –৭৭। 
  23. প্রতিবেদক, নিজস্ব। "ফারাবীকে মনে পড়ে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "কবি ফজল শাহাবুদ্দীন আর নেই"bdnews24। ২০২২-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০ 
  25. "জন্মশতবর্ষে মতিউল ইসলাম"কালি ও কলম। ২০১৫-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০ 
  26. মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "হক, সানাউল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  27. "'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' পেলেন দু'জন"সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০ 
  28. প্রতিবেদক, নিজস্ব। "বাংলার 'প্রত্নতত্ত্বের গুরু'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-২১ 
  29. "Dr Abdus Suttar Khan"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-২৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-২২ 
  30. এ.বি.এম শামসুদ্দীন আহমদ (২০১২)। "ঈসা খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৩ 
  31. মুহম্মদ আবদুস সালাম (২০১২)। "ফারুকী, নবাব স্যার কে.জি.এম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  32. "Nurul Amin"Pakistan Herald। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০ 
  33. গাজী মো. মিজানুর রহমান (২০১২)। "আহাদ, অলি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  34. প্রতিবেদক, নিজস্ব (২০১৯-১১-০৮)। "অমর পাল আর নেই"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৯ 
  35. মোবারক হোসেন খান (২০১২)। "খাঁ, ফকির আফতাবউদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  36. মোবারক হোসেন খান (২০১২)। "খান, ওস্তাদ আবেদ হোসেন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  37. মোবারক হোসেন খান (২০১২)। "খাঁ, ওস্তাদ আলাউদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  38. রীনাত ফওজিয়া (২০১২)। "খাঁ, ওস্তাদ আলী আকবর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  39. মোবারক হোসেন খান (২০১২)। "খাঁ, ওস্তাদ আয়েত আলী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  40. আলি নওয়াজ (২০১২)। "দত্ত, মনোমোহন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  41. প্রতিবেদক, নিজস্ব (২০১৯-১১-২৪)। "সংগীত ব্যক্তিত্ব মোবারক হোসেন খান আর নেই"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৯ 
  42. "বাবা হারালেন ক্রিকেটার আশরাফুল | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  43. সেনগুপ্ত, সুবোধচন্দ্র; বসু, অঞ্জলি, সম্পাদকগণ (জানুয়ারি ২০০২)। "নরেন্দ্রচন্দ্র দত্ত"। সংসদ বাঙালি চরিতাভিধান (চতুর্থ সংস্করণ)। কলকাতা: শিশু সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৪৭–২৪৮। আইএসবিএন 81-85626-65-0