নাতালি বার্নি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাতালি বার্নি
১৮৯৬ সালে অঙ্কিত চিত্র
১৮৯৬ সালে অঙ্কিত চিত্র
জন্ম(১৮৭৬-১০-৩১)৩১ অক্টোবর ১৮৭৬
ওহাইও, যুক্তরাষ্ট্র
মৃত্যু২ ফেব্রুয়ারি ১৯৭২(1972-02-02) (বয়স ৯৫)
প্যারিস, ফ্রান্স
পেশালেখিকা
জাতীয়তামার্কিন

নাতালি বার্নি (১৮৭৬-১৯৭২) একজন মার্কিন কবি এবং ঔপন্যাসিক ছিলেন, এছাড়াও তিনি মঞ্চনাটকের কাহিনী লিখতেন; মার্কিন নাগরিক হলেও তিনি ফ্রান্সের প্যারিসে থাকতেন। ব্যক্তিগত জীবনে একজন সমকামী মহিলা হবার কারণে নাতালি মার্কিন দেশে থাকতে পারেননি কারণ তার সময়ে মার্কিন আইন অনুযায়ী সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ ছিলো আর ফরাসীদেশে সমকাম বৈধ ছিলো। তিনি নারীদের মধ্যকার সমকাম নিয়ে লিখতেন; ১৯০০ সালে নাতালির লিখিত প্রথম কাব্যগ্রন্থ বের হয়। কবিতা, উপন্যাস এবং মঞ্চনাটকের চিত্রনাট্য - এসবই তিনি ফরাসি ভাষায় লিখতেন কারণ ইংরেজি ভাষায় কথাবলা কোনো দেশেই তখন সমকামিতা আইনগত এবং সামাজিকভাবে বৈধ ছিলোনা, তবে তিনি ইংরেজি ভাষায় দুটি কবিতার বই লিখেছিলেন যেহেতু ইংরেজি ছিলো তার মাতৃভাষা এবং কবিতার বইদুটির একটি ১৯২০ সালে গোপনে যুক্তরাজ্যে বিক্রি করা হয়েছিলো এবং আরেকটি প্রকাশই পায় ১৯৮৭ সালে। তিনি লেখিকা রেনে ভিভিয়েনের সঙ্গে সমকাম করেছিলেন।

তাঁর জীবন এবং প্রেমের বিষয়গুলি অন্যের লেখা অনেক উপন্যাসের অনুপ্রেরণার কাজ করে, স্যালেসিস ফরাসী বেস্টসেলার আইডিলি সাফিক থেকে শুরু করে দ্য ওয়েল অব লোনলিনেস, ২০শ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত লেসবিয়ান উপন্যাস, পর্যন্ত। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Barney's roles in Sapphic Idyll and The Well of Loneliness are discussed in Rodriguez, 94–95 and 273–275; regarding the fame of The Well, see Lockard.

বহিঃসংযোগ[সম্পাদনা]