আনারকলি বাজার

স্থানাঙ্ক: ৩১°৩৪′০″ উত্তর ৭৪°১৮′৫৮″ পূর্ব / ৩১.৫৬৬৬৭° উত্তর ৭৪.৩১৬১১° পূর্ব / 31.56667; 74.31611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনারকলি বাজার
اناركلى بازار
উপশহর
আনারকলির সমাধিসৌধ
দেশ পাকিস্তান
প্রদেশপাঞ্জাব
নগরলাহোর
প্রশাসনিক শহরাঞ্চলদাতা গঞ্জ বকশ
ইউনিয়ন পরিষদ৭২

আনারকলি বাজার (পাঞ্জাবি, উর্দু: اناركلى بازار‎‎) হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে অবস্থিত একটি প্রধান বাজার এলাকা।[১] এছাড়া আনারকলি লাহোরের একটি উপশহর এবং দাতা গঞ্জ বকশ তহশিলের একটি ইউনিয়ন পরিষদ হিসেবেও কাজ করে।

ইতিহাস[সম্পাদনা]

লাহোরে দিল্লির মামলুক সুলতান কুতুব উদ্দিন আইবেকের সমাধি সৌধে ১৯৭০ এর দশকের প্রথমার্ধে সংস্কার কাজ করা হয়।

আনারকলি সম্ভবত দক্ষিণ এশিয়ার টিকে থাকা সবচেয়ে পুরনো বাজারগুলোর অন্যতম। অন্তত দুইশ বছর পূর্বে আনারকলি বাজার প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। স্থানীয় আনারকলির সমাধিসৌধ নামে পরিচিত একটি স্থাপনার নামে বাজারটির নামকরণ করা হয়ে থাকতে পারে। সমাধিটি মোঘল আমলের চরিত্র আনারকলির হয়ে থাকতে পারে মনে করা হয়, যাকে সম্রাট আকবরের নির্দেশে তার পুত্র শাহজাদা সেলিমের সাথে প্রণয় সম্পর্কের কারণে রাজধানী থেকে বিতারিত করা হয়েছিল। শাহজাদা সেলিম পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নামে মোঘল সিংহাসনে আরোহণ করেন।

মল রোডে আনারকলি স্টপ এলাকার একটি দৃশ্য

বাজার[সম্পাদনা]

আনারকলি বাজারে প্রধানত কাপড়, পোশাক, গয়না এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়।[২] বর্তমান আনারকলি বাজারটি দুইটি ভাগে বিভক্ত, যথা: "পুরান আনারকলি বাজার" এবং "নতুন আনারকলি বাজার"। পুরান আনারকলি বাজার মূলত ঐতিহ্যবাহী খাবারের জন্য খ্যাত। অন্যদিকে নতুন আনারকলি বাজার ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং সূচিশিল্পের জন্য খ্যাতি অর্জন করে।[৩] বনু বাজার, ধনী রাম লেন এবং পান গলি নতুন আনারকলি বাজারের মধ্যে উল্লেখযোগ্য, যাদের মধ্যে শেষোক্তটি ভারত থেকে আমদানীকৃত পণ্যের বাজার হিসেবে সমধিক পরিচিত।[৪][৫]

এছাড়া দিল্লির মামলুক সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেকের সমাধিসৌধ আনারকলি বাজার এলাকাতেই অবস্থিত। ১৯৭০ এর দশকের প্রথমার্ধে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নির্দেশে সমাধি সৌধটির সংস্কার কাজ করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Anarkali Bazaar। পৃষ্ঠা 508। সংগ্রহের তারিখ ১৮ জানু ২০১৭ 
  2. Tikekar, Maneesha (২০০৪)। Across the Wagah: An Indian's Sojourn in Pakistan, Anarkali Bazaar। Bibliophile South Asia। পৃষ্ঠা 83। আইএসবিএন 978-81-85002-34-7। সংগ্রহের তারিখ ১৮ জানু ২০১৭ 
  3. "Anarkali Bazaar"travel.hamariweb.com। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  4. Ali, Syed Hamad (১৯ অক্টোবর ২০১৬)। "A walk through Lahore's historic Anarkali Bazaar" (English ভাষায়)। Gulf News। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  5. Mir, Amir (৩ ডিসেম্বর ২০০৫)। "Paan Gali, Lahore's very own Chandni Chowk" (English ভাষায়)। Daily News and Analysis। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯