চন্দা জোগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দা জয়ন্ত জোগ
জন্ম৭ নভেম্বর ১৯৫৪
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনষ্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গীঅলোক জৈন
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতির্পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান

চন্দা জয়ন্ত জোগ হচ্ছেন একজন ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী।[১] তিনি ব্যাঙ্গালোরস্থিত ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান অর্থাৎ আইআইএসসিতে কর্মরত। তাঁর গবেষণাক্ষেত্র হচ্ছে-তারকাপুঞ্জীয় গতিবিজ্ঞান (Galactic Dynamics), ইন্টারএক্টিং অ্যান্ড ষ্টার বাষ্ট তারকারাজ্য, এবং অন্তবর্তী আণবিক মেঘ৷ তারকারাজ্য এবং তারকাপুঞ্জীয় গতিবিজ্ঞান সম্পর্কিত প্রায় ৮৫টি নিবন্ধ তিনি প্রকাশ করেছেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মহারাষ্ট্রর কালবেতে তিনি শৈশবের অধিকাংশ সময় পার করেন। তাঁর বাবা একজন বৈদ্যুতিক প্রকৌশলী ছিলেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

ষ্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। প্রিন্সটনে তিনি পোষ্ট ডক্টরাল সভ্য হিসাবে এবং ভার্জিনিয়ায় অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান, আইআইএসিতে কর্মজীবন অব্যাহত রাখেন। জ্যোতিপদার্থর্বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র যেনে-নক্ষত্র-গ্যাস অস্থিরতা এবং তারকারাজ্যের উলম্ব-কাঁহী গতিবিজ্ঞান, সমতাবিহীন তারকারাজ্য, এবং আন্তঃক্রিয়াশীল তারকারাজ্যের গতিবিজ্ঞানে (dynamics of interacting galaxies) উল্লেখ্য কাজ করেছেন।[২][৩]

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

  • ২০১২ সালে আইআইএসসির থেকে প্রফেসর এস.কে. চ্যাটার্জী পুরস্কার
  • ২০১১ সালে এলাহাবাদ জাতীয় বিজ্ঞান একাডেমীর সভ্য নির্বাচিত
  • ২০০৭ সালে ব্যাঙ্গালোরস্থিত ভারতীয় বিজ্ঞান একাডেমীর সভ্য নির্বাচিত[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Fellow: Chanda Jog"। Indian National Science Academy। ২০১৫-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-০৭ 
  2. "IISc Physic Department Chanda Jog"। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-০৭ 
  3. Lilavati's daughters: The women scientists of India। Indian Academy of Science। ২০০৭। পৃষ্ঠা 139–142।