তালচের রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তালচের রাজ্য
ତାଳଚେର
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী–১৯৪৮
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত তালচের রাজ্যের মানচিত্র
আয়তন 
• 
১,০৩৩ বর্গকিলোমিটার (৩৯৯ বর্গমাইল)
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী
১৯৪৮
উত্তরসূরী
ভারত
তালচের রাজবাড়ির সম্মুখ দৃশ্য

তালচের রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১] অনুগুল জেলায় অবস্থিত তালচের শহরটি ছিল এই রাজ্যের রাজধানী এবং রাজ নিবাস।[২] রাজ্যটির শেষ রাজা ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতীয় অধিরাজ্যে যোগদানের পক্ষে স্বাক্ষর করেন।

ইতিহাস[সম্পাদনা]

জনশ্রুতি অনুযায়ী খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে জয়পুর রাজ্যের কচ্ছবাহা রাজবংশের চারজন রাজপুত পুরীতে তীর্থে আসেন। তাদের মধ্যে একজন বনাই রাজ্য পত্তন ঘটান অপর একজন তালচের রাজ্য স্থাপন করেন। বাকি দুজন ভাই যাত্রাপথে কোন অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করেন।[৩]

ভারতের ব্রিটিশ শাসনকালে উড়িষ্যায় অবস্থিত ভারতের ২৬ টি দেশীয় রাজ্যের মধ্যে একটি ছিল তালচের রাজ্য। এটি কোন স্যালুট সম্মানপ্রাপ্ত রাজ্য ছিল না। ১৯৪৮ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তারিখে রাজা হৃদয়চন্দ্র দেব বীরবর এই রাজ্যটিকে ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত করার সম্মতি জানান।

শাসকবর্গ[সম্পাদনা]

তালচের রাজ্যের শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন। [৪]

  • ১৬৫১ - ১৭১১ গোপীনাথ বীরবর হরিচন্দন
  • ১৭১১ - ১৭২৯ রামচন্দ্র বীরবর হরিচন্দন
  • ১৭২৯ - ১৭৪০ পীতাম্বর বীরবর হরিচন্দন
  • ১৭৪০ - ১৭৫২ .... বীরবর হরিচন্দন
  • ১৭৫২ - ১৭.. কৃষ্ণচন্দ্র বীরবর হরিচন্দন
  • ১৭.. - ১৭৬৬ .... বীরবর হরিচন্দন
  • ১৭৬৬ - ১৭৭৪ আয়াদী বীরবর হরিচন্দন
  • ১৭৭৪ - ১৭৭৮ নিমাইচরণ চম্পাতি বীরবর হরিচন্দন
  • ১৭৭৮ - ১৮৪৬ ভাগীরথী বীরবর হরিচন্দন
  • ১৮৪৬ - ১৮৭৩ দয়ানিধি বীরবর হরিচন্দন
  • ১৮৭৩ - ১৮ ডিসেম্বর ১৮৯১ রামচন্দ্র বীরবর হরিচন্দন
  • ১৮ ডিসেম্বর ১৮৯১ - ৭ নভেম্বর ১৯৪৫ কিশোরচন্দ্র বীরবর হরিচন্দন
  • ৭ নভেম্বর ১৯৪৫ – ১৫ আগস্ট ১৯৪৭ হৃদয়চন্দ্র দেব বীরবর হরিচন্দন মহাপাত্র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malleson, G. B.: An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
  2. Princely States of India A-J
  3. Rajput Provinces of India - Talcher (Princely State)
  4. Princely States of India K-Z