ইরানের প্রশাসনিক বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইরানের প্রথম স্তরে উপবিভাগগুলিকে বলা হয় প্রদেশ (ফার্সি: استان‌ها; ostānhā)।

প্রতিটি প্রদেশ আবার শাহরেস্তন (ফার্সি: شهرستان, প্রতিবর্ণীকৃত: shahrestān) নামক বিভাগে এবং প্রতিটি শাহরেস্তন বাখ্‌শ (ফার্সি: بخش, প্রতিবর্ণীকৃত: bakhsh) নামক বিভাগে উপবিভাজিত। সেখানে প্রতিটি শাহরেস্তনে সাধারণত কয়েকটি শাহর (ফার্সি: شهر, প্রতিবর্ণীকৃত: shahr) এবং দেহেস্তন (ফার্সি: دهستان, প্রতিবর্ণীকৃত: dehestān) নামক গ্রামীণ জেলা থাকে। গ্রামীণ জেলা হল অনেকগুলি গ্রামের সমাহার। শাহরেস্তনের একটি শহরকে শাহরেস্তনটির প্রশাসনিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়।

ইরান সরকারের মতে[১] মার্চ ২০১৬-এর হিসাব অনুযায়ী (ইরানি বর্ষপঞ্জি ১৩৯৪), এর পরিসংখ্যান নিম্নরূপ:

বাংলা ফার্সি একবচন ফার্সি বহুবচন সংখ্যা
প্রদেশসমূহ استان ওস্তন استان‌ها ওস্তনহ ৩১
উপপ্রদেশ শাহরেস্তন ৪২৯
জেলা بخش বাখ্‌শ ১০৫৭
শহর شهر শাহর ১২৪৫
গ্রামীণ জেলা دهستان দেহেস্তন ২৫৮৯


ইরানের প্রদেশগুলির মানচিত্র 

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের মতে[২] মার্চ ২০১৬-এর হিসাব অনুযায়ী পরিসংখ্যানগুলো নিম্নরূপ (ইরানি ক্যালেন্ডার ১৩৯৪ এর শেষ): [১]

বাংলা ফার্সি একবচন ফার্সি বহুবচন সংখ্যা
প্রদেশসমূহ استان ওস্তন استان‌ها ostānhā ৩০
উপপ্রদেশ শাহরেস্তন شهرستانها shahrestānhā ৪২৯
জেলা بخش বাখশ বুখশাহ ১০৫৭
শহর شهر শাহর شهرها শাহরহ ১২৪৫
গ্রামীণ জেলা دهستان দেহেস্তন دهستانها দেহেস্তনহ ২৫৮৯

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র এবং নোট[সম্পাদনা]

  1. https://www.amar.org.ir/Portals/0/Geo/GEO94-summary.pdf
  2. website of the Statistical Center of Iran ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত অক্টোবর ২৬, ২০০৭ তারিখে website in English is no longer updated (2006).