এ কে ফজলুল হক (সাতক্ষীরার রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ কে ফজলুল হক
সাতক্ষীরা-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১
পূর্বসূরীজি এম আবদুল হক
উত্তরসূরীগাজী নজরুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্মশ্যামনগর, সাতক্ষীরা
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

এ কে ফজলুল হক বাংলাদেশের সাতক্ষীরা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন সাতক্ষীরা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

এ কে ফজলুল হক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার ছেলে এস এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

এ কে ফজলুল হক মুক্তিযুদ্ধের সংগঠক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।তিনি ১৯৭০ সালে এমপিএ ও ১৯৭২ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমসিএ নির্বাচিত হয়ে ছিলেন।[৩] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সাতক্ষীরা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] বর্তমান তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ।

তথ্যসূত্র[সম্পাদনা]