তমাল লতা আদিত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. তমাল লতা আদিত্য
কৃষি বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য
জন্ম১৯৬৭
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাবিজ্ঞানী
পরিচিতির কারণকৃষিবিদ, কৃষি প্রযুক্তিবিদ, ধান প্রজননবিদ, বিজ্ঞানী, গবেষক

তমাল লতা আদিত্য বাংলাদেশের একজন ধান বিজ্ঞানী ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক পরিচালক।[১] ধান প্রজননবিদ ড. তমাল লতা আদিত্য অনেক গুলো ধানের জাত উদ্ভাবন ও উন্নয়নে অবদান রেখেছেন। তিনি ১৫ টি[২] ভিন্ন জাতের ধান উদ্ভাবন করেছেন। তিনি ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেন।[৩]

জীবনী[সম্পাদনা]

ড. তমাল ১৯৬৭ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগে যোগদান করেছিলেন। ২০০২ সালে তিনি উদ্ভিদ প্রজনন ও বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি অর্জন করেন। পরবর্তীকালে ২০১০ সালে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদন্নোতি লাভ করেন। ২০১৭ সালে পরিচালক গবেষণা (চলতি দায়িত্ব) পদে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৬টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্রি ধান ৪৯, ব্রি ধান ৫০, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৫৮, ব্রি ধান ৬৩, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮০ ও ব্রি ধান ৮১ সহ তিনি প্রায় ১৫ টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন।[৪]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

বাংলাদেশের ধানের উন্নয়নে বৈজ্ঞানিক গবেষণা আর নেতৃত্বের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তমাল লতা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সেনাধিরা পুরস্কার লাভ করেছেন। ধান গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ড. তমাল লতা আদিত্য PBGSB Young Scientist Award 2013-14, Professional Excellence Award 2014, Rotary Club, Dhaka, Best Scientist BRRI Award 2014, STRASA Award 2018 Ges International Senadhira Rice Research Award 2018 অর্জন করেন। তার নেতৃত্বে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করে।[১][২]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০২০ সালের ৩০শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছল ৫৩ বছর।[১][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চলে গেলেন ধানকন্যা খ্যাত বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য | জাতীয়"ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "এই বিজ্ঞানী মাঠেই থাকেন"Prothomalo। ২০২০-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২ 
  3. "ব্রি'র পরিচালক হলেন তমাল লতা আদিত্য | banglatribune.com"Bangla Tribune। ২০২০-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২ 
  4. "বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. প্রতিনিধি, গাজীপুর; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ব্রির ধান গবেষক বিজ্ঞানী তমাল লতার মৃত্যু"bangla.bdnews24.com। ২০২০-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২ 
  6. "দৈনিক সংগ্রাম"www.dailysangram.com। ২০২০-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২