ফ্রেডরিকটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেডরিকটনের কয়েকটি দৃশ্য ও স্থাপনা

ফ্রেডরিকটন কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের রাজধানী। শহরটি প্রদেশের মধ্য-পশ্চিমাংশে অবস্থিত। সেন্ট জন নদী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় ও ফ্রেডরিকটনকে দুই ভাগে বিভক্ত করে। ২০১৬ সালের কানাডীয় আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা ৫৮,২২০।[১] এটি নিউ ব্রান্সউইকের তৃতীয় বৃহত্তম শহর।

ফ্রেডরিকটন নিউ ব্রান্সউইকের শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র। এখানে দুইটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এছাড়াও ফ্রেডরিকটনে নিউ ব্রান্সউইক কারুকলা ও নকশানির্মাণ কলেজ ও বিভারব্রুক শিল্প গ্যালারি অবস্থিত। এখানে প্রতি বছর হার্ভেস্ট জাজ ও ব্লুজ উৎসব আয়োজিত হয়। নিউ ব্রান্সউইকের অনেক বিখ্যাত চিত্রকর ফ্রেডরিকটনে বসবাস করেন। এদের মধ্যে গুডরিজ রবার্টস, মলি ও ব্রুনো বোবাক উল্লেখযোগ্য।

সরকারি খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতও ফ্রেডরিকটন শহরে যথেষ্ট উন্নতি লাভ করেছে। মাধ্যমিক-উত্তর শিক্ষার হার বিবেচনায় ফ্রেডরিকটন নিউ ব্রান্সউইকের বৃহত্তম শহর। নিউ ব্রান্সউইকের শহরগুলোর মধ্যে ফ্রেডরিকটনের মাথাপিছু আয় সর্বোচ্চ ।

ইতিহাস[সম্পাদনা]

প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে ১২০০০ বছর পূর্বে ফ্রেডরিকটনে বসতি স্থাপনের প্রমাণ পাওয়া গিয়েছে।[২] মালিসিট আদিবাসীর লোক নদীর উপরে কয়েক কিলোমিটার জায়গায় চাষাবাদ করত।[৩]

ফ্রেঞ্চ সাম্রাজ্য হতে আগত উপনিবেশবাদীরা ১৬০০ এর শেষদিকে সেন্ট জন নদীর তীরে নাশওয়াক দুর্গ নির্মাণ করে। তারা একে আকাডিয়া উপনিবেশের রাজধানী হিসেবে নির্ধারণ করে। ১৬৯৬ সালে ব্রিটিশরা একে আক্রমণ করলেও এটি নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়। পরবর্তীতে রাজধানী পোর্ট রয়্যালে স্থানান্তরিত করা হয়।[৪] ১৭১৩ সালে ব্রিটিশরা নোভা স্কোশিয়া দখল করে নিলে আকাডীয়রা এখানে আগমন করেন, এবং এর নাম দেন - "পোঁয়েত সেঁত অ্যান।" বাসিন্দাদের বিতাড়িত করে ১৭৫৮ সালে শহরটি ধ্বংস করা হয়।

১৭৮৩ সালে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অনুগত ব্যক্তিরা নিউ ইংল্যান্ড থেকে এখানে আগমন করেন। পরবর্তীতে নোভা স্কোশিয়া ও নিউ ব্রান্সউইক আলাদা হয়ে যায়। পোঁয়েত সেঁত অ্যানের নাম পাল্টে হয় "ফ্রেডরিকটন।" রাজা তৃতীয় জর্জের ছেলে ফ্রেডরিকের নামানুসারে শহরটির নামকরণ করা হয়। সেন্ট জনের চেয়ে ফ্রেডরিকটন সুরক্ষিত রাখা সহজতর হওয়ায় একেই রাজধানী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৭৮৪-১৮৬৯ সাল পর্যন্ত ব্রিটিশ গ্যারিসন এখানে অবস্থান করে। তাদের ঘাঁটি কানাডীয় সরকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে সংরক্ষণ করেছে।[৫]

১৭৮৫ সালে এটি ইয়র্ক কাউন্টির শায়ার-শহর (Shire town) হিসেবে স্বীকৃতি পায়। ১৭৯০ সালে নিউ ব্রান্সউইক বিধানসভা ভবন নির্মিত হয়। এখানে কানাডার প্রথম ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয় কিংস কলেজ ও ১৮৫৩ সালে ক্রাইস্টচার্চ ক্যাথেড্রাল প্রতিষ্ঠিত হয়।[৫]

১৯৬০ এর দশকে কাউন্টি কাউন্সিলগুলো বিলুপ্ত করা হয়। ফ্রেডরিকটনে সরকারি সেবা কেন্দ্রীভূত করা হয়, যার ফলে শহরের জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়।

ভূগোল[সম্পাদনা]

ফ্রেডরিকটন শহরের মধ্য দিয়ে সেন্ট জন নদী প্রবাহিত হয়।এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ মিটার বা ৫৬ ফুট উপরে অবস্থিত। সেন্ট জন ও এর উপনদী নাশওয়াক নদীর সঙ্গমস্থল ফ্রেডরিকটন শহরে অবস্থিত। শহরের যে অংশে বসতি নেই, সেগুলো ব্যাপকভাবে জঙ্গলাকীর্ণ ।

ফ্রেডরিকটনের জলবায়ু আর্দ্র মহাদেশীয় ধরনের। প্রতি বছর এখানে ১,১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

জনমিতি[সম্পাদনা]

২০১৬ সালের কানাডীয় আদমশুমারি অনুযায়ী ফ্রেডরিকটনের জনসংখ্যা ৫৮,২২০। সমুদ্রতীরবর্তী শহরগুলোর মধ্যে মঙ্কটন, হ্যালিফ্যাক্স ও ফ্রেডরিকটনে সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।[১]

ফ্রেডরিকটনের অধিবাসীদের মধ্যে ইউরোপীয় কানাডীয়রাই সংখ্যাগরিষ্ঠ। এছাড়াও এখানে চীনা, কোরীয়, দক্ষিণ এশীয়আরব কানাডীয়, আদিবাসী ও সিরিয়ার গৃহযুদ্ধের শরণার্থীরা ফ্রেডরিকটনে বসবাস করেন। ফ্রেডরিকটনের বাসিন্দাদের ১০% সংখ্যালঘু সম্প্রদায় হতে আগত।

৮২% বাসিন্দার মাতৃভাষা ইংরেজি। এছাড়াও এখানে ফ্রেঞ্চ (৬.৮%), চীনা (২.১%), আরবি (১.৬%) ও রুশ (০.৬%) ভাষীরা বসবাস করেন।

শহরের অধিকাংশ মানুষ প্রোটেস্টান্ট ধর্মাবলম্বী । এছাড়াও এখানে সিনাগগ, মসজিদ, একত্ববাদী উপাসনালয়, মন্দির ও শাম্বালা বৌদ্ধ সম্প্রদায়ের ধ্যানকেন্দ্র অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Government of Canada, Statistics Canada (২০১৭-০২-০৮)। "Census Profile, 2016 Census - Fredericton, City [Census subdivision], New Brunswick and York, County [Census division], New Brunswick"www12.statcan.gc.ca। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭ 
  2. http://www.cbc.ca/news/canada/new-brunswick/route-8-artifacts-12000-years-1.3648907
  3. "View of Maliseet Cultivation and Climatic Resilience on the Wəlastəkw/St. John River During the Little Ice Age"journals.lib.unb.ca। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"www.heritagefredericton.org। ২০২০-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭ 
  5. "Fredericton Military Compound National Historic Site of Canada"www.pc.gc.ca (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭