টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৬৫; ৫৯ বছর আগে (1965)[১]
সদর দপ্তরনুকু'আলোফা, টোঙ্গা
ফিফা অধিভুক্তি১৯৯৪[১]
ওএফসি অধিভুক্তি১৯৯৪
সভাপতিটোঙ্গা লর্ড ভিহালা
সহ-সভাপতিটোঙ্গা মইমই ভায়েয়া
ওয়েবসাইটwww.tongafootball.to

টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Tonga Football Association; এছাড়াও সংক্ষেপে টিএফএ নামে পরিচিত) হচ্ছে টোঙ্গার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৯ বছর পর ১৯৯৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর টোঙ্গার রাজধানী নুকু'আলোফায় অবস্থিত।

এই সংস্থাটি টোঙ্গার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে টোঙ্গা মেজর লীগ এবং টোঙ্গা কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লর্ড ভিহালা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইস আহো।

কর্মকর্তা[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি লর্ড ভিহালা
জ্যেষ্ঠ সহ-সভাপতি পাওলো মাও
সহ-সভাপতি মইমই ভায়েয়া
সাধারণ সম্পাদক লুইস আহো
কোষাধ্যক্ষ ফেটু ভেয়া
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক কিলিফি ইউলে
ফুটসাল সমন্বয়কারী মিলান জানকোভিচ
জাতীয় দলের কোচ (পুরুষ) টিমোটে মোলেনি
জাতীয় দলের কোচ (নারী) কালিসিতিয়ানে কোয়ানেতি
রেফারি সমন্বয়কারী তেভিতা ভেয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]