নিশিন্দারা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশিন্দারা ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন
৩ নং নিশিন্দারা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাবগুড়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসহিদুল ইসলাম [১]
জনসংখ্যা (২০১১)[২]
 • মোট১৮,০০০
সাক্ষরতার হার
 • মোট৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নিশিন্দারা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[৩]

অবস্থান[সম্পাদনা]

নিশিন্দারা ইউনিয়ন পরিষদ বগুড়া শহর থেকে ৭ কিঃমিঃ উত্তরে পুরাতন দিনাজপুর রোডের পাশে নুনগোলা নামক স্থানে অবস্থিত।

এই ইউনিয়নের পূর্বে শেখেরকোলা ইউনিয়ন, পশ্চিমে এরুলিয়া ইউনিয়ন, উত্তরে নুনগোলাগোকুল ইউনিয়ন এবং দক্ষিণে বগুড়া পৌরসভা অবস্থিত।

এলাকা[সম্পাদনা]

নিশিন্দারা ইউনিয়ন ৫টি গ্ৰামের সমন্বয়ে গঠিত।

  • বারপুর
  • দশটিকা
  • চাঁদপুর
  • ন‌ওদাপাড়া
  • ঠেঙ্গামারা

যোগাযোগ[সম্পাদনা]

বগুড়া শহর থেকে সিএনজি ও অটোরিকশা তে করে সহজেই নিশিন্দারা ইউনিয়নে আসা যায়।

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট আয়তন ১১৫১ একর।[২] ইউনিয়নটি ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

বগুড়া শহরের কাছে অবস্থিত নিশিন্দারা মৌজা এলাকার নাম থেকে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

পরবর্তীতে বগুড়া পৌরসভার সীমানা বর্ধিত করার সময় এই ইউনিয়নটি উত্তর দিকে স্থানান্তর করে পুনর্গঠন করা হয়। ফলে নিশিন্দারা মৌজা এলাকাটি পৌরসভার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়।

জনসংখ্যা[সম্পাদনা]

অত্র ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার জন।[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

নিশিন্দারা ইউনিয়নের সাক্ষরতার হার ৮০%। অত্র ইউনিয়নে ৩টি কলেজ, ২টি উচ্চ বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ১টি সংগীত বিদ্যালয় রয়েছে।[২]

হাট-বাজার[সম্পাদনা]

  • ন্যাংড়া বাজার

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সহিদুল ইসলাম।[১]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • হোটেল মমইন বগুড়া
  • মম‌ইন ইকোপার্ক

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চেয়ারম্যান ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  3. "নিশিন্দারা ইউনিয়ন"nishindaraup.bogra.gov.bd