জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬৪; ৬০ বছর আগে (1964)[১]
সদর দপ্তরলুসাকা, জাম্বিয়া
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৪
সভাপতিজাম্বিয়া অ্যান্ড্রু কামাঙ্গা
সহ-সভাপতিজাম্বিয়া রিচার্ড কাজালা
ওয়েবসাইটwww.fazfootball.com

জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Football Association of Zambia; এছাড়াও সংক্ষেপে এফএজেড নামে পরিচিত) হচ্ছে জাম্বিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জাম্বিয়ার রাজধানী লুসাকায় অবস্থিত।

এই সংস্থাটি জাম্বিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জাম্বিয়া সুপার লীগ, জাম্বীয় কাপ এবং জাম্বীয় চ্যালেঞ্জ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু কামাঙ্গা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আদ্রিয়ান কাশালা।

কর্মকর্তা[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি অ্যান্ড্রু কামাঙ্গা
সহ-সভাপতি রিচার্ড কাজালা
সাধারণ সম্পাদক আদ্রিয়ান কাশালা
কোষাধ্যক্ষ রিক্স মুয়েম্বা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক এরিক মুয়াঞ্জা
প্রযুক্তিগত পরিচালক লিসন জুলু
ফুটসাল সমন্বয়কারী জুলিও চিলুবা
জাতীয় দলের কোচ (পুরুষ) মিলুতিন স্রেদোজেভিচ
জাতীয় দলের কোচ (নারী) ব্রুস মুয়াপে
রেফারি সমন্বয়কারী ক্রিস্টিয়ান ওয়েলি চিকুকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:জাম্বিয়া-এ ফুটবল টেমপ্লেট:জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন