আলীকে অভিশাপ দেওয়ার উমাইয়া ঐতিহ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলীকে অভিশাপ প্রদান ছিল আলী ইবনে আবী তালিবের অনুসারীদের সম্মানহানি করার জন্য ও উমাইয়া খিলাফতের প্রতি আনুগত্য জোরদার করার উদ্দেশ্যে ৪১ থেকে ১৩২ হিজরি অবধি উমাইয়া শাসকগণ কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় নীতি।[১] উমর ইবনে আবদুল আজিজের খিলাফতকালে এই ঐতিহ্য নিষিদ্ধ ছিল বলে ধারণা করা হয়, কিন্তু তাঁর শাসনকাল সংক্ষিপ্ত ছিল বিধায় তা উমাইয়া রাষ্ট্রনীতিতে ঐকান্তিক কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে আলীর ওপর অভিসম্পাত বর্ষণের এই চর্চা উমাইয়া খিলাফতের পতনের আগ পর্যন্ত জারি ছিল।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Landau-Tasseron, Ella (২০১৫), History of al-Tabari Vol. 39, The: Biographies of the Prophet's Companions and Their Successors, SUNY Press, p. 228, note 992, আইএসবিএন 978-1-4384-0998-6 : "Here the curse is used as a test of loyalty to the Umayyads."
  2. O'Leary 2013, পৃ. 98।
  3. Madelung 1998, পৃ. 334–335।