এলেনা কালান্তরীয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলেনা কালান্তরীয়ান
Elena Kalantaryan
জন্ম১৬ জুন ১৮৯০
Cherkizovo
মৃত্যু৩০ মে ১৯৬৩
জাতীয়তাআর্মেনিয়ান
শিক্ষাI.M. Sechenov First Moscow State Medical University
পেশাhelminthologist
পরিচিতির কারণSkrijabini Kalantarian
মেডিকেল কর্মজীবন
ক্ষেত্রhelminthology

এলেনা কালান্টারিয়ান (আর্মেনিয়া: Ելենա Վլադիմիրի Քալանթարյան, ১৬ জুন ১৮৯০ – ৩০ মে ১৯৬৩) ছিলেন আর্মেনিয়ান হেলমিনিথোলজিস্ট। আর্মেনিয়ান এসএসআর-তে বৈজ্ঞানিক হেলমিনোলজির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মেডিকেল সায়েন্সেসের ডাক্তার (১৯৫১), প্রফেসর ড. আর্মেনিয়ান এসএসআরের সম্মানিত বিজ্ঞানী (১৯৫৪), আর্মেনিয়ান এসএসআরের সম্মানিত ডাক্তার।[১]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

১৯১৫ সালে কালান্তরীয় ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯১৫ থেকে ১৯২১ সাল অবধি তিনি তিবিলিসিতে (জর্জিয়া) কাজ করেছিলেন; ১৯২৩- ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ইয়েরেভান ক্রান্তীয় ইনস্টিটিউটে হেলমিনোলজি বিভাগের প্রধান ছিলেন, ১৯৪৪-১৯৫০ সালে ইয়েরেভান মেডিকেল ইনস্টিটিউটের ডিন।[২] কালান্তরীয়ানের গবেষণামূলক আগ্রহের বিষয়ের মধ্যে ছিলো পিনওয়ার্মের অধ্যয়ন।

পুরস্কার[সম্পাদনা]

  • Honored Scientist of the Armenian SSR
  • Honored Doctor of the Armenian SSR
  • Order of Lenin

তথ্যসূত্র[সম্পাদনা]