বেলারুশের প্রশাসনিক অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সর্বোচ্চ প্রশাসনিক স্তরে বেলারুশ ছয়টি অবলাস্ট(প্রদেশ)এ বিভক্ত। মিন্সক শহর যার বেলারুশের রাজধানী হিসেবে বিশেষ মর্যাদা আছে, সেটি মিন্সক প্রদেশেরও রাজধানী। দ্বিতীয় স্তরে প্রদেশ গুলি রেইয়ন্স(জেলা) এ বিভক্ত। ১৯৫০ খ্রিষ্টাব্দ নাগাদ যখন বেলারুশ(তৎকালীন বাইলোরুশিয়ান সোভিয়েত স্যোসালিস্ট রিপাবলিক) যা সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল তখন এই বিন্যাস স্থির করা হয়।

    • বিভাগ - ঐকিক দেশ

অবস্থান - বেলারুশ জন্ম- ১৯৬০ সংখ্যা - ৭ টি জনসংখ্যা - ১,০২৪,৭৫১ (মোগলিয়েভ)- ১,৪৭১,২৪০ (মিন্সক) ক্ষেত্রফল - ২৫,১১৮.১ বর্গকিমি (৯,৬৯৮.১৪ বর্গমিটার) শাসনব্যবস্থা - প্রাদেশিক সরকার উপবিভাগ - রাইয়ন**

ইতিহাস[সম্পাদনা]

বিংশ শতাব্দীর শুরুতেও বেলারুশের সীমানা নির্ধারিত ছিল না। ১৯০০ শতাব্দীতে মূলত সম্পূর্ণ মিন্সক গভর্নোরেট ও মোগলিয়েভ গভর্নোরেট, গ্রোদনো গভর্নোরেটের বেশিরভাগ অঞ্চল, ভিতেবস্ক গভর্নোরেটের কিছু অংশ এবং ভিলনো গভর্নোরেটের(বর্তমানে লিথুয়ানিয়া) কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ডের স্বাধীনতা লাভ, ১৯২০-১৯২১ এ পোল্যান্ড-সোভিয়েত যুদ্ধে এর সীমানা পরিবর্তন হয়। ১৯২১ এ কেবল মিন্সক গভর্নোরেট(পশ্চিম অংশ ব্যতীত),গোমেল প্রদেশের পশ্চিম অংশ,মাহিলোর এক টুকরো পশ্চিম অংশ এবং ভিয়েতবস্কের একটি ক্ষুদ্র অংশ এর অন্তর্ভুক্ত ছিল। ১৯২৬ এ গোমেল প্রদেশের পূর্ব অংশ এর অন্তর্ভুক্ত হয়। ১৯৩৮ এ সোভিয়েত বেলারুশে নতুন প্রশাসনিক বিভাগ অবলাস্ট বা ভবলাস্ট এর সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও এর সীমানা পরিবর্তন হয়। ১৯৩৯ এ বারানভিচি,বেলাস্টক, ব্রেস্ট, মিন্সক ও ভিলয়কা অবলাস্ট বেলারুশে যুক্ত হয়। ১৯৪৪ এ বেলাস্টক অবলুপ্ত হয়ে নতুন অবলাস্ট বাবরুয়স্ক,গ্রোদনো ও পোলস্টক তৈরী হয়। ভিলেইক অবলাস্টের নাম পরিবর্তন হয়ে মোলোডেকনো অবলাস্ট হয়।

১৯৩৮ থেকে ১৯৬০ অবধি এই অবলাস্ট গুলির অস্তিত্ব এই রূপ ছিল বাবরুয়স্ক অবলাস্ট ১৯৪৪ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি বারানাভিচি অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি বেলাস্টক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৪৪ এ অবলুপ্তি (বর্তমানে পোল্যান্ডের বিয়লিস্টক) ব্রেস্ট অবলাস্ট ১৯৩৯ এ সূচনা গোমেল অবলাস্ট ১৯৩৮ এ সূচনা গ্রোদনো অবলাস্ট ১৯৪৪ এ সূচনা মালোডিয়েকনা অবলাস্ট(ভিলিয়েকের পরিবর্তিত নাম) ১৯৪৪ এ সূচনা, ১৯৬০ এ অবলুপ্তি মোগলিয়েভ অবলাস্ট ১৯৩৮ এ সূচনা মিন্সক অবলাস্ট ১৯৩৮ এ সূচনা নাভারুদাক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা পিন্সক অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি পোলস্টক অবলাস্ট ১৯৪৪ এ সূচনা, ১৯৫৪ এ অবলুপ্তি পোলোসিয়া অবলাস্ট ১৯৩৮ এ সূচনা,১৯৫৪ এ অবলুপ্তি ভিতেবস্ক অবলাস্ট ১৯৩৮ এ সূচনা, ভিলয়েকা অবলাস্ট ১৯৩৯ এ সূচনা, ১৯৪৪ এ অবলুপ্তি

তথ্যসূত্র[সম্পাদনা]