পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র
দিল্লির লোকসভা কেন্দ্রসমূহ ও ৩ নং স্থানে পূর্ব দিল্লি
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদগৌতম গম্ভীর
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যদিল্লি
মোট ভোটদাতা১৮,২৯,৫৭৮ (২০১৪) [১]
বিধানসভা কেন্দ্র১০ টি

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রটি উত্তর ভারতের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংক্ষরিত একটি আসন এবং মোট ১০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি ও ইংরাজী। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮,২৯,৫৭৮ জন।[২]

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি দিল্লির দক্ষিণ পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি এবং শাহদরা জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[৩][৪][৫]

ইতিহাস[সম্পাদনা]

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৬ থেকে ১৯৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র টি দিল্লি মহানগর অঞ্চলের যেই বিধানসভা কেন্দ্র গুলো নিয়ে গঠিত ছিল সেগুলি হল:[৬]

  1. উজিরাবাদ
  2. নারেলা
  3. গীতা কলোনি
  4. গান্ধীনগর
  5. কৃষণনগর
  6. শাহদরা
  7. রোহতাসনগর
  8. ঘোণ্ডা

১৯৯৩ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ অবধি দিল্লি বিধানসভার নিম্নোক্ত বিধানসভাগুলি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[৭]

  1. ত্রিলোকপুরী
  2. পাতপারগঞ্জ
  3. মান্দাওয়ালি
  4. গীতা কলোনি
  5. গান্ধীনগর
  6. কৃষ্ণনগর
  7. বিশ্বাসনগর
  8. শাহদরা
  9. সীমাপুরী
  10. নন্দনগরী
  11. রোহতাসনগর
  12. বাবরপুর
  13. সীলমপুর
  14. ঘোণ্ডা
  15. যমুনাবিহার
  16. করাউলনগর
  17. উজিরপুর
  18. নেরেলা
  19. ভালস্ব জাহাঙ্গীরপুর
  20. আদর্শনগর
  21. তিমারপুর
  22. মডেল টাউন

২০০৮ খ্রিস্টাব্দের পর থেকে দিল্লির লোকসভার নতুন সীমানা নির্দেশ করা হয়৷

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য দিল্লির বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১০ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন।[৮]

জঙ্গপুরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪১ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি দক্ষিণ পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷

ওখলা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ত্রিলোকপুরী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন।

কোণ্ডলী লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

পাটপাড়গঞ্জ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷

লক্ষ্মীনগর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বিশ্বাসনগর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শাহদরা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷

গান্ধীনগর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬১ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷

শাহদরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শাহদরা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০ 
  2. "Delimitation panel accepts NCP's proposals"The Hindu। ৩ ডিসেম্বর ২০০৫। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০ 
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  4. http://myneta.info/delhi2015/
  5. https://ceodelhi.gov.in/Content/ECRP.aspx
  6. "Delhi Metropolitan Council(1966–1990)"। Delhi Legislative Assembly। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪ 
  7. "List of Parliamentary & Assembly Constituencies, General Election to the Lok Sabha, 2004" (পিডিএফ)। Government of Delhi website। ২০১১-১০-০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]