৩১নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩১নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৬৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩১ ঢাকা মহানগর পুলিশের * থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন শেখ মোহাম্মদ আলমগীর।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নম্বর ৩১ ঢাকা মহানগরের মৌলভী বাজার, আজিজুল্লাহ রোড, বেগম বাজার, আবুল হাসনাত রোড, পদ্মলোচন রায় লেন, কে,এম, আজম লেন, নুর বক্স লেন, আলী হোসেন খান রোড, নাবালক মিয়া লেন, আর্মেনীয়াম ষ্ট্রীট, আবুল খায়রাত রোড, কেদৗর নাথ দে লেন, আগা নওয়াব দেউড়ী, বেচারাম দেউড়ী, হাফিজ উল্লাহ রোড, গোলাম মোস্তফা লেন, ডি,সি, রায় রোড, শরৎচন্দ্র চক্রবর্ত্তী রোড, এ, সি, রায় রোড, জেলা রোড, দিগু বাবু লেন, মকিম কাটারা, বি,কে, রায় লেন, সেন্টাল জেল, যোগেন্দ্র নারায়ণ শীল ষ্ট্রীট এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০২০ শেখ মোহাম্মদ আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র[সম্পাদনা]