১৪নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৪নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ১৪ ঢাকা মহানগরের ধানমন্ডি থানায় অবস্থিত এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন ইলিয়াছুর রহমান।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নং ১৪ ঢাকা মহানগরের বীরবান কাচড়া, গজমহল রোড, হাজারীবাগ, ট্যানারি এলাকা, জিগাতলা (তিন মাজার), দক্ষিণ সুলতানগঞ্জ, সোনাতনগড় (মেনেশ্বর), জিগাতলা ষ্টাফ কোয়ার্টার, মনেশ্বর (জিগাতলা), শিকারীটোলা, মনেশ্বর (১-৩৬), তল্লাবাগ এবং মিতালী রাস্তার অংশ, চরকঘাটা তল্লাবাগ এবং টালী অফিস রোড, দক্ষিণ মধুবাজার এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগ [১]
২০২০ ইলিয়াছুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ [২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Election Commission"www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০ 
  2. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০ 
  3. "ঢাকার ২ সিটিতে আ'লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪