৩৮নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩৮নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৩৮ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ডটি ঢাকা মহানগরের ওয়ারী থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৬ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন আহমেদ ইমতিয়াজ মন্নাফী।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নং ৩৮ ঢাকা মহানগরের মদন মোহন বসাক রোড (হোল্ডিং নং- ১-১৫/২ এবং ৩৬ হতে শেষ), লালচান মকিম লেন, গোপী বিষান লেন, গোপী মোহন বসাক লেন (হোল্ডিং নং-১-৩৫), তাহের বাগ লেন, শশী মোহন বসাক লেন গোয়াল ঘাট লেন, মুচী পাড়া, নরেন্দ নাথ বসাক লেন, নবাবপুর রোড (হোল্ডিং নং- ১-১৪৩), বি দি সি রোড (হোল্ডিং নং- ১-১৩৪), কাণ্তান বাজার (হোল্ডিং নং- ১-১০০), জুরিয়াটুলী লেন, জদুনাথ বসাক লেন, বনথাম রোড (হোল্ডিং নং- ১-১৫৮), মহাজনপুর লেন, বনগাম লেন, জোগী নগর রোড ও লেন, চন্দ্রনাথ বসাক স্ট্রীট, মদন পাল লেন এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫
২০২০ আহমেদ ইমতিয়াজ মন্নাফী [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০