৩০নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩০নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪৩ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩০ ঢাকা মহানগরের আদাবর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন আবুল কাশেম।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নং ৩০ ঢাকা মহানগরের বায়তুল আমান হাউজিং, পিসিকালচার হাউজিং (খ বক্ল), নবোদয় হাউজিং, প্রমিন্যান্ট পান্থশালা হাউজিং, তুরাগ হাউাজিং, আক্কাছ হাউজিং, বেরীবাধ ইবনেসিনা হাউজিং, শ্যামলী হাউজিং, একতা হাউজিং, উত্তর আদাবর, মোহাম্মদপুর, ঢাকা হাউজিং, রফিক হাউজিং, মুনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং, আলিফ হাউজিং, মফিজ হাউজিং, মেহেদী বাগ হাউজিং, ইউনিক হাউজিং, আদর্শ ছায়ানীড়, মোহাম্মদপুর হাউজিং, আদাবর ও সেকেরটেক এলাকা নিয়ে গঠিত। এর আয়তন ২.৩৮৩ বর্গকিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

আদাবর থানার ৩০ নং ওয়ার্ড ( সাবেক ৪৩) গঠিত হয় ২০০৬ সালে

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০১৫ আবুল হাসেম আওয়ামী লীগ
২০২০ আবুল কাশেম আওয়ামী লীগ [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০