কেশ লাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেশ লাল
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#A52A2A
sRGBB  (rgb)(165, 42, 42)
CMYKH   (c, m, y, k)(10, 91, 86, 20)
HSV       (h, s, v)(0°, 75%, 65%)
উৎস[Unsourced]
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক
চীনের শিনচিয়াং অঞ্চলের কাশগরের এক স্বর্ণকেশী উইঘুর কন্যা

স্বর্ণকেশ, কেশ লাল বা কেশর লাল হলো একটি রঙ বিশেষ যা মূলত লাল রঙের চুলের একটি বিচিত্র রূপ এবং এটি লালচে বাদামী বা কালচে আদা রঙ হিসেবেও পরিচিত।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

বাইজেন্টাইন সূত্রগুলোতে আর্লি স্ল্যাভস (স্ল্যাভেনি) অউবার্ন (লালচে) বর্ণের অধিকারী বলে বর্ণিত এবং চিত্রিত হয়েছে

ইংরেজিতে "অউবার্ন" (auburn) শব্দটি প্রাচীন ফরাসি শব্দ আলবোর্ন থেকে এসেছে, যার অর্থ স্বর্ণকেশ এবং ফরাসি শব্দটি এসেছে লাতিন শব্দ অ্যালবার্নাস ("অফ-হোয়াইট") থেকে। ইংরেজি ভাষায় রঙের নাম হিসেবে অওবার্ন শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৪৩০ খ্রিস্টাব্দে।[১][২] শব্দটি কখনো কখনো আব্রাম (abram) বলেও উচ্চারিত হয়েছিল, উদাহরণস্বরূপ উইলিয়াম শেকসপিয়রের কোরিওলেনাস (১৬৮৫ পূর্ব) , টমাস কিডের "সোলিমান ও পার্সেদা" (১৫৮৮) এবং টমাস মিডলটনের "ব্লার্ট, মাস্টার কনস্টেবল" (১৬০১)।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Auburn" in the Online Etymology Dictionary
  2. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 190; Color Sample of Auburn Page 37 Plate 7 Color Sample C11
  3. The Wordsworth Dictionary of Phrase and Fable