রাজকৃষ্ণ মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজকৃষ্ণ মুখোপাধ্যায় (৩১ অক্টোবর ১৮৪৫ — ১০ অক্টোবর ১৮৮৬) একজন বাঙালি লেখক, ভাষাবিদ ও প্রাবন্ধিক।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গোস্বামীদুর্গাপুর গ্রামে তাঁর জন্ম হয় ১৮৪৫ সালে। তাঁর পিতা আনন্দচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন নীল কারখানার দেওয়ান। তিনি কৃষ্ণনগর সরকারী কলেজ থেকে এন্ট্রান্স ও এফএ পাশ করে ও ১৮৬৬ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৮৬৭ আসলে দর্শনশাস্ত্রে এমএ এবং ১৮৬৮ সালে বিএল পরীক্ষায় তিনি অসাধারণ কৃতিত্ব নিয়ে পাশ করেন। রাজকৃষ্ণ কলকাতা জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ, কটক ল কলেজ ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অধ্যাপনা করেন।[১]

অবদান[সম্পাদনা]

১৮৭৯-৮৬ পর্যন্ত তিনি সরকারের বাংলা অনুবাদকের কাজে নিযুক্ত ছিলেন। তিনি বহরমপুর আদালত ও কলকাতা হাইকোর্টে কিছুদিন ওকালতিও করেন। রাজকৃষ্ণ ১৮৭৬ সালে ভারতবর্ষীয় বিজ্ঞান সভার পরিচালক সমিতির সদস্য এবং ১৮৮২ সালে পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির সদস্য ও অনুবাদক ছিলেন। তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। ফারসি, উর্দু, ওড়িয়া, সংস্কৃত, জার্মান, ফরাসি, ল্যাটিনপালি ইত্যাদি একাধিক ভাষায় তিনি পারদর্শী ছিলেন। ভূদেব মুখোপাধ্যায়ের এডুকেশন গেজেট ও বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়। বাংলা গদ্য ও পদ্যে তাঁর যথেষ্ট পারঙ্গমতা ছিল। তাঁর ভারতমাত কবিতা ও ভারতমহিমা প্রবন্ধে জাতীয়তাবোধের পরিচয় পাওয়া যায়।[১]

রচিত গ্রন্থ[সম্পাদনা]

  • বাঙলার ইতিহাস
  • যৌবনোদ্যান (১৮৬৮)
  • মিত্রবিলাপ ও অন্যান্য কবিতাবলী (১৮৬৯)
  • রাজবালা (১৮৭০)
  • কাব্যকলাপ (১৮৭০)
  • প্রথম শিক্ষা বাংলা ব্যাকরণ (১৮৭২)
  • প্রথম শিক্ষা বাংলার ইতিহাস (১৮৭৪)
  • প্রথম শিক্ষা বাংলার ইতিহাস
  • কবিতামালা (১৮৭৭)
  • নানা প্রবন্ধ (১৮৮৫)
  • মেঘদূত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজকৃষ্ণ মুখোপাধ্যায় - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০