স্নেহলতা শ্রীবাস্তব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্নেহলতা শ্রীবাস্তব
লোকসভার প্রধান সচিব
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১লা ডিসেম্বর, ২০১৭
পূর্বসূরীঅনুপ মিশ্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
কানপুর,উত্তর প্রদেশ,ভারত[১]
জাতীয়তাভারতীয়

স্নেহলতা শ্রীবাস্তব হলেন একজন ভারতীয় প্রাক্তন আইএএস অফিসার, ব্যবসায়ী মহিলা এবং অসামরিক কর্মচারী যিনি বর্তমান লোকসভার সেক্রেটারি জেনারেল। তিনি মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮২ ব্যাচের অফিসার ছিলেন। (২০১৭র ১লা ডিসেম্বর, তিনি লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন।).[২])

এর আগে তিনি মধ্যপ্রদেশ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি আইন ও বিচার মন্ত্রনালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের বিশেষ / অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৩]

তিনি সংস্কৃতি ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের প্রধান সম্পাদক (প্রিন্সিপাল সেক্রেটারি) সহ মধ্যপ্রদেশ সরকারের বেশ কয়েকটি উচ্চপদেও দায়িত্ব পালন করেছেন.[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. govt of India portal}}
  2. "Snehlata Shrivastava Is First Woman Secretary General Of Lok Sabha"। NDTV। ২৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Lok Sabha Secy Gen Snehlata Shrivastava gets one-year extension"The New Indian Express। ৮ নভেম্বর ২০১৮। 
  4. "Snehlata Shrivastava appointed Lok Sabha Secretary General"The Economic Times। ২৮ নভেম্বর ২০১৭।