এডাব্লিউএ আমেরিকা'স চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডাব্লিউএ আমেরিকা'স চ্যাম্পিয়নশিপ
শিরোপা বেল্টের মূল প্লেটের নকশা
তথ্য
সংস্থাআমেরিকান রেসলিং এসোসিয়েশন
প্রতিষ্ঠা৭ জানুয়ারি, ১৯৮৫
অবসর২৬ আগস্ট, ১৯৮৬

দ্য এডাব্লিউএ আমেরিকা'স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃএডাব্লিউএ আমেরিকার ভারী ওজনশ্রেণীর শিরোপা) বিলুপ্ত পেশাদার কুস্তি সংস্থা আমেরিকান রেসলিং এসোসিয়েশন(এডাব্লিউএ) কর্তৃক ১৯৮০'র দশকে প্রবর্তিত শিরোপা ছিল। শিরোপাটি তৎকালীন এডাব্লিউএ'র অন্যতম কুস্তিগির সার্জেন্ট স্লটারের দেশপ্রেম সম্পর্কিত গল্পক্রমের জন্য তৈরী করা হয়েছিল। শিরোপাটি এডাব্লিউএ'র অতি সংক্ষিপ্ত সময় সক্রিয় থাকা শিরোপা(১৯৮৫ সালের শুরু হতে ১৯৮৬ সালের আগস্ট পর্যন্ত) হিসেবে বিবেচিত।[১]

শিরোপার ইতিহাস[সম্পাদনা]

শিরোপাটি ১৯৮৫ সালের ৭ জানুয়ারি হতে ১৯৮৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত সক্রিয় ছিল। এসময় ল্যারি বাইস্কো ও সার্জেন্ট স্লটার এই শিরোপা জয় ও ধারণ করেছিলেন। সার্জেন্ট স্লটার এডাব্লিউএ ত্যাগ করলে শিরোপাটি নিষ্ক্রিয় করা হয়; তার আগে তিনি সর্বোচ্চ ৪৩১ দিন এই শিরোপা ধরে রেখেছিলেন।[১]

টীকা
নং সামগ্রিক রাজত্বের সংখ্যা
রাজত্ব নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
দিন চ্যাম্পিয়ন থাকার দিন
নং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ পরিবর্তন রাজত্বের পরিসংখ্যান টীকা সূত্র
তারিখ অনুষ্ঠান অবস্থান রাজত্ব দিন
 ১  ল্যারি বাইস্কো  ৭ জানুয়ারি ১৯৮৫ এডাব্লিউএ হাউজ শো মেমফিস, টেনেসি  ১  ১৬৫ সম্ভবত ১৪ জানুয়ারি, ১৯৮৫ -এ শিরোপাটি ল্যারি বাইস্কোকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল। [১]
 ২  সার্জেন্ট স্লটার  ২১ জুন ১৯৮৫ এডাব্লিউএ হাউজ শো শিকাগো, ইলিনয়  ১  ৪৩১ [১]
নিষ্ক্রিয়  ২৬ আগস্ট ১৯৮৬ সার্জেন্ট স্লটার আমেরিকান রেসলিং এসোসিয়েশন ত্যাগ করেন। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Royal Duncan & Gary Will (২০০৬)। Wrestling Title Histories (৪র্থ সংস্করণ)। Archeus Communications। আইএসবিএন 0-9698161-5-4