আলাপ:গলদা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গলদা-চিংড়ি নয়, হবে গলদা চিংড়ি[সম্পাদনা]

নিবন্ধের শির:নাম গলদা-চিংড়ি হবে না, নয়, হবে গলদা চিংড়ি। -Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:৫৯, ৮ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে, সৃষ্ট নিবন্ধের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে। ইংরেজি-বাংলা এবং বাংলা-ইংরেজি উভয় ধরনের অভিধানে রয়েছে গলদা-চিংড়ি; আবার বাংলা একাডেমিতে রয়েছে গলদা চিংড়ি। অর্থাৎ, দুটোই প্রচলিত শব্দ। তাছাড়া, গলদা চিংড়িকে পুণঃনির্দেশনা দেয়াতো আছেই! তাই না!! ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৯:৩০, ৮ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রামাণিক অভিধানগুলোতে 'গলদা-চিংড়ি' শব্দবন্ধটি নেই, থাকার কথাও নয়; 'গলদা চিংড়ি' কথাটিও নেই;- আছে সুদ্ধ 'গলদা'। এর কারণ হলো, জেলেদের কাছে, মৎস ব্যবসায়ীদের, সমুদ্রসমীপ জনগোষ্ঠীর কাছে শব্দটি সুদ্ধ গলদা। সুতরাং নিবন্ধের নাম গলদা বা গলদা (চিংড়ি) সঠিকতর হবে। উল্লেখ্য, 'গলদা' বিশেষণ পদ নয় আদৌ, বিশেষ্য। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:৪৬, ৯ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]