মে হুইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মে হুইটি

May Whitty
ডেম মে হুইটি
জন্ম
ম্যারি লুইস ওয়েবস্টার

(১৮৬৫-০৬-১৯)১৯ জুন ১৮৬৫
মৃত্যু২৯ মে ১৯৪৮(1948-05-29) (বয়স ৮২)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৮৮১-১৯৪৮
দাম্পত্য সঙ্গীবেন ওয়েবস্টার
(বি. ১৮৯২; মৃ. ১৯৪৭)
সন্তান
আত্মীয়মার্গারেট ওয়েবস্টার (কন্যা)

ডেম ম্যারি লুইস ওয়েবস্টার, ডিবিই (১৯ জুন ১৮৬৫ - ২৯ মে ১৯৪৮) ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী। মঞ্চ ও চলচ্চিত্র জগতে তিনি মে হুইটি নামে অধিক পরিচিত এবং পরবর্তীকালে তার দাতব্য কার্যক্রমের জন্য তিনি ডেম মে হুইটি নামে পরিচিতি লাভ করেন। তিনি দ্বিতীয় নারী বিনোদনকর্মী হিসেবে ডেম খেতাব লাভ করেন। তার বাড়িতেই ব্রিটিশ অভিনয়শিল্পীদের সংঘ ইকুইটি প্রতিষ্ঠিত হয়েছিল। যুক্তরাজ্যে সফল কর্মজীবনের পর তিনি ৭২ বছর বয়সে হলিউড চলচ্চিত্রে কাজ করেন। সেখানে তিনি নাইট মাস্ট ফল (১৯৩৭) ও মিসেস মিনিভার (১৯৪২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মে হুইটি ১৮৬৫ সালের ১৯শে জুন ল্যাঙ্কাশায়ারের লিভারপুলে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম আলফ্রেদ হুইট (আনু. ১৮৩৭-১৮৭৬) ছিলেন একটি সংবাদপত্রের মালিক।[২] এবং তার মাতা ম্যারি লুইজা (বিবাহপূর্ব অ্যাশটন, আনু. ১৮৩৭-১৮৯৪)। তার পিতামহ মাইকেল জেমস হুইটি ছিলেন লিভারপুলের প্রধান কনস্টেবল ও লিভারপুল ডেইলি পোস্ট-এর প্রতিষ্ঠাতা।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিসেন, এক্সেল (২০০৭)। Actresses of a Certain Character: forty familiar Hollywood faces from the thirties to the fifties। জেফারসন, উত্তর ক্যারোলিনা: ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ২০৯। আইএসবিএন 0786427469 
  2. L.H.J., "Histrionic Geography," The Stage (2 March 1893), p. 9.
  3. ক্যাসন, লুইস। "Webster, Benjamin (1864–1947)"অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ডিওআই:10.1093/ref:odnb/9780198614128.001.0001/odnb-9780198614128-e-36806#odnb-9780198614128-e-36806-headword-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]