মায়ের একধার দুধের দাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"মায়ের একধার দুধের দাম"
বেস্ট ওফ ফকির আলমগীর
সখিনা-২
বর্তমান (চলচ্চিত্র)
অ্যালবাম থেকে
ফকির আলমগীর (অডিও আ্যালবাম)
খালিদ হাসান মিলু (চলচ্চিত্রে ব্যবহৃত) কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্তঅডিওঃ ১৯৭৭
ভিডিওঃ ০৫ ডিসেম্বর , ২০১৮
বিন্যাসঅডিও ক্যাসেট, ভিডিও স্ট্রিমিং
রেকর্ডকৃত১৯৭৭ (বিটিভির জন্য)
নব্বই দশক (সখিনা-২ আ্যালবাম)
২০০০ (চলচ্চিত্রের জন্য)
স্টুডিওবিটিভি
মিউজিক ফেয়ার (আ্যালবাম)
জননী কথাচিত্র (চলচ্চিত্র)
ধারাআধুনিক গান
চলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য০৪:৪৩
লেবেলঅনুপম রেকর্ডিং মিডিয়া (২০১৮-বর্তমান)
গান লেখকঅজানা, ফকির আলমগীর কর্তৃক পুনঃলিখিত
সুরকারঅজানা
ফকির আলমগীর
আহমেদ ইমতিয়াজ বুলবুল
প্রযোজকবিটিভি
মিউজিক ফেয়ার (আ্যালবাম)
জননী কথাচিত্র (চলচ্চিত্র)
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "মায়ের একধার দুধের দাম"

‘মায়ের একধার দুধের দাম’ ১৯৭৭ সালে প্রথম প্রকাশিত বাংলা সঙ্গীত[১] মায়ের ভক্তিমূলক এই সঙ্গীত বা গানটি ১৯৭৭ সালে প্রথম মুক্তিপ্রাপ্ত, এর পর আরও দু’বার ফকির আলমগীর এর আ্যালবামে সংযুক্ত করা হয়।[২][৩][৪] আ্যলবামের বাহিরে অবরোধ নামে একটি চলচ্চিত্র ও কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র ‘বর্তমান’-এ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুরে খালিদ হাসান মিলুর কন্ঠে ধারণ করে ব্যবহার করা হয়েছে।[৪][৫]

পটভূমি[সম্পাদনা]

‘‘মায়ের একধার দুধের দাম’’ গানের শুরু ১৯৭৭ সালের শিল্পী ফকির আলমগীর তার মাকে নিয়ে নাখালপাড়া থেকে তার মাকে নিয়ে ফরিদপুরে যাওয়ার সময় আরিচা ঘাটে এক অন্ধ বাউলের মুখে দোতারার সুরে গাওয়া গান রেকর্ডার দিয়ে ধারণ করে নেন।[১] পরে গানটি বিটিভির একটি অনুষ্ঠানে তিনি তার নিজের মতো তৈরি করে উপস্থাপন করেন।[৩][৪][৫]

সঙ্গীত প্রযোজনা[সম্পাদনা]

নব্বইয়ের দশকে অজিত রায় বিটিভির জন্য গানটি পুনরায় রেকর্ড করান।[৩][৪] এ গানটিই পরবর্তীতে তার সখিনা ২ অ্যালবামে সংযোজন করা হয়।[১][৩][৪] এরপর গানটি আরও দুবার রেকর্ড হয়েছে।[৩][৪] আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে অবরোধ চলচ্চিত্রের জন্য এবং ফরিদ আহমেদের সংগীতায়োজনে দ্বিতীয়বার।[১][৩][৪] এরপর ২০০০ সালে কাজী হায়াৎ পরিচালিত বর্তমান চলচ্চিত্রে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুরে খালিদ হাসান মিলুর কন্ঠে ধারণ করা হয়।[৪][৫]

মুক্তি ও জনসংস্কৃতিতে প্রভাব[সম্পাদনা]

মুক্তির পর থেকে শ্রোতারা এই গান সাদরে গ্রহণ করে এবং তুমুল জনপ্রিয় হয় এবং গানটি মানুষের মুখে মুখে উঠে আসে।[১][২][৬][৭][৮] বাংলাদেশ বেতারের সংগীতানুষ্ঠানে এই গান নিয়মিত প্রচার করা হয়।[১][২][৭][৯] অনলাইন প্লাটফর্ম স্মুল ও আ্যাপল মিউজিকে অবমুক্ত করা হয়।[১০][১১] এছাড়া অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও ০৫ ডিসেম্বর , ২০১৮ তারিখে ইউটিউবে অবমুক্ত করা হয়।[৫][১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাকে নিয়ে আলোচিত গান"Jugantor। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "শ্রোতাদের মুখে মুখে তাদের গাওয়া মা নিয়ে গানগুলো"banglanews24.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা"channelionline। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "'মা'কে নিয়ে পাঁচ গান"www.prothom-alo.com। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  5. "'মায়ের একধার দুধের দাম' গানটি যেভাবে হলো"Risingbd.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  6. "আজ বিশ্ব মা দিবস"jagonews24.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  7. "দৈনিক জনকন্ঠ || বিটিভিতে ফকির আলমগীরের একক সঙ্গীতানুষ্ঠান"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  8. "মায়ের জন্য ভালোবাসা"সমকাল। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  9. "'এমন দরদি ভবে কেউ হবে না' | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  10. "মায়ের একধার দুধের দাম"Smule। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  11. "Sokhina 2 by Fokir Alamgir"Apple Music। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  12. "মায়ের একধার দুধের দাম-Mayer Ekdhar Dudher Dam"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০