রাফি উদ-দৌলত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রাফি উদ-দৌলত (দ্বিতীয় শাহজাহান) থেকে পুনর্নির্দেশিত)
দ্বিতীয় শাহজাহান
মুঘল সম্রাট
রাজত্ব৬ জুন ১৭১৯ থেকে ১৯ সেপ্টেম্বর ১৭১৯
পূর্বসূরিরাফি উল-দারজাত
উত্তরসূরিমুহাম্মদ শাহ
জন্মজুন ১৬৯৬
মৃত্যু১৯সেপ্টেম্বর ১৭১৯ ( বয়স ২৩ )
বিদ্যাপুর
সমাধি
কুতুবউদ্দিন কাকির সমাধী
দাম্পত্য সঙ্গী১ জন
পূর্ণ নাম
রফী উদ্দীন মোহাম্মদ রফী উদ-দৌলা শাহজাহান ছানী
পিতারাফি উশ-শান
মাতানূরুন্নিসা বেগম
ধর্মসুন্নি ইসলাম

রাফি উদ-দৌলত (رفیع الدولت) শাহ জাহান দ্বিতীয় (شاهجهان ۲) নামেও পরিচিত, ১৭১৯ খ্রিষ্টাব্দে স্বল্প সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন। তিনি তার ঐ বছরই অকাল প্রয়াত ভাই রাফি উল-দারজাতের উত্তরসূরী ছিলেন, যিনি সাইদ ভাতৃগণ দ্বারা বাদশাহ বলে আখ্যায়িত হয়েছিলেন। তার ভাইয়ের মতন তিনিও ১৭১৯ খ্রিষ্টাব্দে দিল্লীতে নিহত হন, সাইদ ভাতৃগণের নির্দেশে তাকে সিংহাসন চ্যুত এবং হত্যা করা হয়।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

দ্বিতীয় শাহজাহান নামে রাফি উদ-দৌলা নামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রফি-উশ-শানের দ্বিতীয় পুত্র এবং প্রথম বাহাদুর শাহের নাতি।[১]

মৃত্যু[সম্পাদনা]

১৭১৯ সালের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সে ক্ষমতায়নের ৩ মাসের মাথায় যক্ষ্মা আক্রান্ত হয়ে মারা যান। [২] তার সৎচাচা প্রথম জাহান শাহ-এর ১৭ বর্ষীয় পুত্র মুহাম্মদ শাহ মসনদে বসেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Irvine 1921, পৃ. 420।
  2. Mehta 2005, পৃ. 24।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Chandra, Satish (২০০৫)। Medieval India: From Sultanat to the Mughals Part – II। Har-Anand Publications। আইএসবিএন 9788124110669 
  • Irvine, William (১৯২১)। The Later Mughals। Low Price Publications। আইএসবিএন 8175364068 
  • Mehta, Jaswant Lal (২০০৫)। Advanced Study in the History of Modern India 1707–1813। Sterling Publishers। আইএসবিএন 9781932705546 
পূর্বসূরী:
রাফি উল-দারজাত
মুঘল সম্রাট
১৭১৯
উত্তরসূরী:
নিকুসিয়ার