জ্যাক নরিয়েগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক নরিয়েগা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজ্যাক মলিনসন নরিয়েগা
জন্ম১৫ এপ্রিল, ১৯৩৬
সেন্ট যোসেফ, ত্রিনিদাদ
মৃত্যু৮ আগস্ট, ২০০৩
পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৬)
১৮ ফেব্রুয়ারি ১৯৭১ বনাম ভারত
শেষ টেস্ট১৩ এপ্রিল ১৯৭১ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬১ - ১৯৭৫ত্রিনিদাদ ও টোবাগো
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২১
রানের সংখ্যা ১১ ১৮১
ব্যাটিং গড় ৩.৬৬ ৯.০৫
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৫
বল করেছে ১,৩২২ ৫,২৮৮
উইকেট ১৭ ৬৮
বোলিং গড় ২৯.০০ ২৯.৬৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৯/৯৫ ৯/৯৫
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ জুলাই ২০২০

জ্যাক মলিনসন নরিয়েগা (ইংরেজি: Jack Noreiga; জন্ম: ১৫ এপ্রিল, ১৯৩৬ - মৃত্যু: ৮ আগস্ট, ২০০৩) সেন্ট যোসেফ এলাকায় জন্মগ্রহণকারী ত্রিনিদাদীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতে অফ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন জ্যাক নরিয়েগা

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত জ্যাক নরিয়েগা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

ক্লাব ক্রিকেটে বিশ্বস্ত খেলোয়াড়ের ভূমিকার অবতীর্ণ হয়েছিলেন তিনি। ঐ মৌসুমে আঞ্চলিক পর্যায়ের শেল শীল্ড প্রতিযোগিতায় খেলার জন্যে ত্রিনিদাদ ও টোবাগো দলে আমন্ত্রিত হন। দুই খেলায় অংশ নিয়ে ১৭ উইকেট দখল করেন তিনি। ফলশ্রুতিতে, দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জ্যাক নরিয়েগা। সবগুলো টেস্টই ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি। ১৮ ফেব্রুয়ারি, ১৯৭১ তারিখে কিংস্টনে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৩ এপ্রিল, ১৯৭১ তারিখে পোর্ট অব স্পেনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৭০-৭১ মৌসুমে ভারত দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। সফরকারী দলের অফ-স্পিনার জ্যাক নোরিয়েগা পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯/৯৫ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। অদ্যাবধি একমাত্র ওয়েস্ট ইন্ডিয়ান বোলার হিসেবে এক ইনিংসে নয় উইকেট লাভের বিষয়টি টিকে রয়েছে স্ব-মহিমায়। নিজ শহরের কুইন্স পার্ক ওভালে এ কীর্তিগাঁথা রচনা করেছিলেন তিনি। ৩৫ বছর বয়সে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। জ্যামাইকায় প্রথম টেস্ট খেলেন। প্রাপ্ত ১৭টি টেস্ট উইকেটের জন্যে ২৯ গড়ে রান খরচ করেছিলেন। তন্মধ্যে, কুইন্স পার্কেই পান ১৫ উইকেট।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

প্রফুল্ল চিত্তের অধিকারী ছিলেন। খুব কম সময়ই কুইন্স পার্কের বড় ধরনের খেলায় তার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিংয়ের দিকে ধাবিত হন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। নয় সন্তানের জনক ছিলেন। পরিবারের ভরণপোষণে হিমশিম খেলেও কোন অভাব-অভিযোগ ছিল না।

৮ আগস্ট, ২০০৩ তারিখে ৬৭ বছর বয়সে ত্রিনিদাদের পোর্ট অব স্পেন এলাকায় জ্যাক নরিয়েগা’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০ 
  3. "West Indies – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]