মহুয়া (কাব্যগ্রন্থ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর

মহুয়া হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯২৯ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[২][৩] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[২] এতে সর্বমোট ৬৯-টি কবিতা রয়েছে।[৪]

কবিতার তালিকা[সম্পাদনা]

"মহুয়া" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪][৫]

১. উজ্জীবন

২. নির্ভয়

৩. দর্পণ

৪. বোধন

৫. পথের বাঁধন

৬. ভাবিনী

৭. বসন্ত

৮. দূত

৯. আশীর্বাদ

১০. বরযাত্রা

১১. পরিচয়

১২. নববধূ

১৩. মাধবী

১৪. দায়মোচন

১৫. পরিণয়

১৬. বিজয়ী

১৭. সবলা

১৮. মিলন

১৯. প্রত্যাশা

২০. প্রতীক্ষা

২১. বন্দিনী

২২. অর্ঘ্য

২৩. লগ্ন

২৪. গুপ্তধন

২৫. দ্বৈত

২৬. সাগরিকা

২৭. প্রত্যাগত

২৮. সন্ধান

২৯. বর্ণ

৩০. পুরাতন

৩১. উপহার

৩২. পথবর্তী

৩৩. ছায়া

৩৪. শুভযোগ

৩৫. মুক্তরূপ

৩৬. বাসরঘর

৩৭. মায়া

৩৮. স্পর্ধা

৩৯. বিচ্ছেদ

৪০. নির্ঝরিণী

৪১. রাখিপূর্ণিমা

৪২. বিদায়

৪৩. শুকতারা

৪৪. আহ্বান

৪৫. প্রণতি

৪৬. প্রকাশ

৪৭. বাপী

৪৮. নৈবেদ্য

৪৯. বরণডালা

৫০. মহুয়া

৫১. অশ্রু

৫২. মুক্তি

৫৩. দীনা

৫৪. অন্তর্ধান

৫৫. উদ্ঘাত

৫৬. সৃষ্টি-রহস্য

৫৭. বিরহ

৫৮. অসমাপ্ত

৫৯. নাম্নী

৬০. বিদায়সম্বল

৬১. নিবেদন

৬২. ছায়ালোকে

৬৩. দিনান্তে

৬৪. অচেনা

৬৫. প্রচ্ছন্নাা

৬৬. শেষ মধু

৬৭. অপরাজিত

৬৮. একাকী

৬৯. অবশেষে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬ 
  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুুলাই - ২০০৭, বাণী বিতান।
  3. "রবীন্দ্রনাথ ঠাকুর"Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬ 
  4. মহুয়া – রবীন্দ্র রচনাবলী
  5. "মহুয়া, কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর"www.onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]