ইয়েমেন–বাংলাদেশ সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশ-ইয়েমেন সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)
ইয়েমেন–বাংলাদেশ সম্পর্ক
মানচিত্র বাংলাদেশ এবং ইয়েমেন অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

ইয়েমেন

বাংলাদেশ-ইয়েমেনের সম্পর্ক বলতে বাংলাদেশইয়েমেনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কগুলিকে বুঝায়।[১]

স্বীকৃতি[সম্পাদনা]

দক্ষিণ ইয়েমেন বর্তমানে ইয়েমেনে একীভূত, ১৯৭১ সালের ১৫ ই জুন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।[২] দক্ষিণ ইয়েমেনই প্রথম আরব রাষ্ট্র যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল (অন্যান্য আরব রাষ্ট্রসমূহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল), এবং বাংলাদেশী স্বাধীনতার পক্ষে সমর্থন করায় দক্ষিণ ইয়েমেন এবং চীনের মধ্যে উদীয়মান বিভাজন পরিলক্ষিত হয়েছিল।[৩] দক্ষিণ ইয়েমেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উদীয়মান বাংলাদেশ রাষ্ট্রের সদস্যপদকে সমর্থনও করেছিল[৪] বাংলাদেশ এবং ইয়েমেন আরব প্রজাতন্ত্র কূটনৈতিক সম্পর্ক ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন উত্তর ইয়েমেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।[৫] শেখ মুজিবুর রহমানের মতে বাংলাদেশ ও ইয়েমেন আরব প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা (পাশাপাশি বেশ কয়েকটি আরব রাষ্ট্রসমূহ) ১৯৭৩ সালের আরব-ইস্রায়েলি যুদ্ধে আরবদের উদ্দেশ্যে বাংলাদেশের সমর্থনের ফলস্বরূপ ঘটেছিল। [৬][৭]

১৯৭৫ অভ্যুত্থান[সম্পাদনা]

১৯৭৫ সালে বাংলাদেশে অভ্যুত্থানের পরে উত্তর ইয়েমেন খোন্দকার মোস্তাক আহমদের সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম রাষ্ট্রগুলির মধ্যে একটি। [৮]

১৯৮৭ রাষ্ট্রপতি সফর[সম্পাদনা]

বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ ১৯৮৭ সালের জুলাইয়ে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করার জন্য উত্তর ইয়েমেন সফর করেছিলেন। এই সফরে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর ইয়েমেনে এটিই প্রথম বাংলাদেশী রাষ্ট্রপতি সফর। [৯][১০]

শিক্ষাগত সহযোগিতা[সম্পাদনা]

বাংলাদেশ ও ইয়েমেনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য শিক্ষা খাতকে সম্ভাব্য ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। উভয় পক্ষই বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষামূলক বিনিময় কর্মসূচী রাখার প্রয়োজনীয়তা প্রকাশ করেছে।[১১]

অর্থনৈতিক সহযোগিতা[সম্পাদনা]

১৯৯০-এর দশকে বাংলাদেশ ও ইয়েমেনের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছিল।[৯]

বাংলাদেশ ও ইয়েমেন দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে।[১২] বাংলাদেশী ওষুধ, সিরামিক, মেলামাইন, পাট ও ফ্যাব্রিক, চামড়াজাত পণ্য ইত্যাদি ইয়েমেনির বাজারে বিপুল চাহিদা সম্পন্ন প্রতিশ্রুতিবদ্ধ শিল্প হিসাবে চিহ্নিত হয়েছে। ২০১৩ সালে, ইয়েমেনের রাষ্ট্রপতি আবদুর রহমান মনসুর হাদি বাংলাদেশী শিপইয়ার্ডগুলিতে ইয়েমেন কোস্ট গার্ডসের জন্য কিছু টহল জাহাজ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইয়েমেন বাংলাদেশের সাথে বাণিজ্য ও বাণিজ্য বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেছে। পাশাপাশি, দু'দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় করার জন্যও জোর দেওয়া হয়েছে। [১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. SABA. PM meets ambassador of Bangladesh
  2. Ranjit Gupta; K. S. Radhakrishna (১৯৭২)। World meet on Bangla Desh: report of the International Conference on Bangla Desh, held in New Delhi from September 18 to 20, 1971। Published on behalf of International Committee of Friends of Bangla Desh [by] Impex India। পৃষ্ঠা 91। 
  3. Fred Halliday (১৯৯০)। Revolution and Foreign Policy: The Case of South Yemen, 1967-1987। Cambridge University Press। পৃষ্ঠা 188। আইএসবিএন 978-0-521-89164-6 
  4. Husain, Syed Anwar (১৯৯০)। "Bangladesh and Islamic Countries, 1972-1983"। Bengal and Bangladesh: Politics and Culture on the Golden Delta। Asian Studies Center, Michigan State University। পৃষ্ঠা 104। 
  5. "Recruit workers from Bangladesh"The Daily Star। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪ 
  6. International Relations of Bangladesh and Bangabandhu Sheikh Mujibur Rahman: 1974-1975। Parama in association with UBS Publishers' Distributors, New Delhi। ১৯৯৯। পৃষ্ঠা xxii। 
  7. Biiss Journal, Vol. 7। Bangladesh Institute of International and Strategic Studies। ১৯৮৬। পৃষ্ঠা 38। 
  8. Salahuddin Ahmed (২০০৪)। Bangladesh: Past and Present। APH Publishing। পৃষ্ঠা 215। আইএসবিএন 978-81-7648-469-5 
  9. Harun ur Rashid (২০০১)। Foreign Relations of Bangladesh। Rishi Publications। পৃষ্ঠা 157। আইএসবিএন 978-81-85193-25-0 
  10. Muhammad Tajuddin (২০০১)। Foreign policy of Bangladesh: liberation war to Sheikh Hasina। National Book Organisation। পৃষ্ঠা 26। আইএসবিএন 978-81-87521-05-1 
  11. "President and new Yemen Ambassador"The Bangabhaban। ২০১৪-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪ 
  12. "PM meets ambassador of Bangladesh"Yemen News Agency। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪ 
  13. "Bangladesh Ambassador Paid Farewell Call on Hon'ble President and Foreign Minister of Republic of Yemen"Barta Bangla। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪