মারিও এরমোসো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিও এরমোসো
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে এরমোসো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মারিও এরমোসো কান্সেকো
জন্ম (1995-06-18) ১৮ জুন ১৯৯৫ (বয়স ২৮)
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
২০০২–২০০৫ কনসেপসিওন
২০০৫–২০১৪ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ রিয়াল মাদ্রিদ সি ৩৪ (২)
২০১৫–২০১৭ রিয়াল মাদ্রিদ বি ৩৩ (১)
২০১৫–২০১৬বায়াদোলিদ (ধার) ৩১ (০)
২০১৭–২০১৯ এস্পানিওল ৫৪ (৪)
২০১৯– আতলেতিকো মাদ্রিদ ১৬ (০)
জাতীয় দল
২০১৩–২০১৪ স্পেন অনূর্ধ্ব-১৯ (২)
২০১৮– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:১৪, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:১৪, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মারিও এরমোসো কান্সেকো (স্পেনীয়: [ˈmaɾjo eɾˈmoso kanˈseko], ইংরেজি: Mario Hermoso; জন্ম: ১৮ জুন ১৯৯৫; মারিও এরমোসো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় আতলেতিকো মাদ্রিদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০২–০৩ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব কনসেপসিওনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এরমোসো ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি রিয়াল মাদ্রিদের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৪–১৫ মৌসুমে, প্রথমে রিয়াল মাদ্রিদ সি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, রিয়াল মাদ্রিদ সি-এর হয়ে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ৩৪ ম্যাচে ২টি গোল করেছেন। পরবর্তীতে তিনি রিয়াল মাদ্রিদ বি, রিয়াল বায়াদোলিদের হয়ে ধারে এবং এস্পানিওলের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এস্পানিওল হতে আতলেতিকো মাদ্রিদে যোগদান করেছেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "M. Hermoso"। RCD Espanyol। ২২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮ 
  2. "মারিও এরমোসোর তথ্য"হুস্কোরড। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 
  3. "২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদে যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]