কেবেকোয়া ফরাসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেবেকোয়া ফরাসি
français québécois
উচ্চারণফ্রঁসে কেবেকোয়া
দেশোদ্ভবকেবেক (প্রধানত), নিউ ব্রান্সউইক, অন্টারিও, পশ্চিম কানাডা, নিউ ইংল্যান্ড, ফ্লোরিডা
মাতৃভাষী
কেবেকে ৭ মিলিয়ন; কানাডার অন্যত্র ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ লাখ (২০০৬)[১]
সরকারি অবস্থা
নিয়ন্ত্রক সংস্থাঅফিস কেবেকোয়া দ্য লা লঁগ ফ্রঁসেজ
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
গ্লোটোলগqueb1247[২]
লিঙ্গুয়াস্ফেরা51-AAA-hq & 51-AAA-icd & 51-AAA-ii

কেবেকোয়া ফরাসি (ফরাসি: français québécois [fʁɑ̃sɛ kebekwa]; শুধু কেবেকোয়া হিসেবেও পরিচিত) হল কানাডায় ফরাসি ভাষার সবচেয়ে প্রভাবশালী রূপ বা ভাষিকা। এটি কানাডায়, বিশেষত কেবেক প্রদেশে, দৈনন্দিন যোগাযোগের পাশাপাশি শিক্ষা, গণমাধ্যম এবং সরকারি কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

কানাডীয় ফরাসি একটি ছত্রপরিভাষা যা কানাডায় কেবেকোয়া ফরাসিসহ অন্যান্য ফরাসি উপভাষার ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। পূর্বে এই পরিভাষাটি শুধু কেবেকোয়া ফরাসি এবং এর নিকটাত্মীয় অন্টারীয় ও পশ্চিম কানাডীয় ফরাসি উপভাষাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হত। তবে আকাদীয় ফরাসিকে—যা পূর্ব কেবেক (গাস্পে উপদ্বীপ), নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড দ্বীপনিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডর অঞ্চলে কথিত—বোঝাতে এই পরিভাষাটি ব্যবহৃত হত না। ১৯৬০-এর দশকে কেবেকের ফরাসিভাষীদের মধ্যে কেবেকোয়া হিসেবে আত্মপরিচয় প্রভাবশালী হয়ে ওঠে; এর পূর্বে তারা নিজেদের ফরাসি কানাডীয় হিসেবে পরিচয় দিত।[৩]

জুয়াল[৪] শব্দটি সাধারণ শ্রমিকশ্রেণির দ্বারা কথিত কেবেকোয়া ফরাসিকে বোঝাতে ব্যবহৃত হয় যার সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে প্রায়শই ভুল বা খারাপ হিসেবে গণ্য করা হয়।[৫] আকাদীয় ফরাসিতে এর সমরূপ শব্দটি হল শিয়াক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Source: 2006 Census of Canada ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মার্চ ২০০৯ তারিখে. Includes multiple responses. The simplifying assumption has been made that there are no native speakers of Quebec French in Atlantic Canada (see Acadian French) but that all native speakers of French in the rest of Canada are speakers of Quebec French.
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Québécois"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  3. Berch Berberoglu. And they still do to this day The national question: nationalism, ethnic conflict, and self-determination in the 20th century. Philadelphia, Pennsylvania, USA: Temple University Press, 2995. Pp. 208.
  4. "Joual - Definition of Joual by Merriam-Webster"merriam-webster.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. Entry for joual in Dictionnaire du français Plus. "Variété de français québécois qui est caractérisée par un ensemble de traits (surtout phonétiques et lexicaux) considérés comme incorrects ou mauvais et qui est identifiée au parler des classes populaires."