ম্থোং-বা-দোন-ল্দান (ফাকপা ল্হা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্থোং-বা-দোন-ল্দান

ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) (১৫৬৭-১৬০৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) চতুর্দশ প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

ম্থোং-বা-দোন-ল্দান ১৫৬৭ খ্রিষ্টাব্দে তিব্বতের লোং-পো-স্তোদ-পা (ওয়াইলি: long po stod pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ও-র্গ্যান (ওয়াইলি: o rgyan) এবং মাতার নাম ছিল ব্ক্রা-শিস-ল্হা-মো (ওয়াইলি: bkra shis lha mo)। পাঁচ বছর বয়সে তাকে সাংস-র্গ্যাস-দ্পাল (ওয়াইলি: sangs rgyas dpal) নামক দ্বিতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ব্ক্রা-শিস-ছোস-লুং (ওয়াইলি: bkra shis chos lung) বৌদ্ধবিহারে নিয়ে যাওয়া হয়। শাক্য র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: shA kya rgyal mtshan) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট তিনি যমান্তক, চক্রসম্বরগুহ্যসমাজ তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন ও শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

তিনি র্ঙ্গোদ-আ-রিগ্স-থাং (ওয়াইলি: rngod a rigs thang) নামক স্থানে স্কু-গঝাগ (ওয়াইলি: sku gzhag) বৌদ্ধবিহার স্থাপন করেন। এরপর তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) বসবাসকালে বেশ কিছু কাব্য রচনা করেন। ম্গোন-পো-ব্সোদ-নাম্স (ওয়াইলি: mgon po bsod nams) নামক স্পো-ম্দা' (ওয়াইলি: sangs rgyas dpal) নামক স্থানের নেতার অনুরোধে তিনি বৌদ্ধ ও বোন উভয় ধর্মাবলম্বীদের জন্য একটি বিহার নির্মাণে রাজী হন, কিন্তু বিভিন্ন মতপার্থক্যের জন্য এই বিহার নির্মাণ সম্ভব হয়নি। জাং-সা-থাম রাজ্যে বসবাসকালে তাকে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) প্রধানের দায়িত্ব নিতে অনুরোধ করা হলে তিনি এই বিহারে যান ও সেখানে ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: lha dbang chos kyi rgyal mtshan) নামক বিহারের দ্বাদশ প্রধানের নিকট হতে ভিক্ষুর শপথ গ্রহণ করে ১৫৯৪ খ্রিষ্টাব্দে ঐ বিহারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই পদে তিনি দশ বছর থাকেন। এই সময় তিনি ঐ অঞ্চলে অবস্থিত ল্চাগ্স-ম্দা' (ওয়াইলি: lcags mda'), 'গু-লোগ-'গোম-স্গাং (ওয়াইলি: 'gu log 'gom sgang), ব্রাগ-স্তেং (ওয়াইলি: brag steng), র্নাম-র্গ্যাল-দ্পাল-'বার (ওয়াইলি: rnam rgyal dpal 'bar), শুগ্স-গ্দোং (ওয়াইলি: shugs gdong) প্রভৃতি বৌদ্ধবিহারের সংস্কারকার্য দেখাশোনা করেন। তিনি স্পোম-ম্দা'-গাংস-দ্কার-ব্দে-ছেন (ওয়াইলি: spom mda' gangs dkar bde chen) নামক একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুন ২০১০)। "The Third Pakpa Lha, Tongwa Donden"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৭ 
পূর্বসূরী
সাংস-র্গ্যাস-দ্পাল
ম্থোং-বা-দোন-ল্দান
তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা
উত্তরসূরী
ছোস-ক্যি-র্গ্যাল-পো
পূর্বসূরী
ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো
ম্থোং-বা-দোন-ল্দান
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের চতুর্দশ প্রধান
উত্তরসূরী
সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস