কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব

স্থানাঙ্ক: ৫১°৩০′৪৪.৯৮২″ উত্তর ৩°৯′৩৪.৯৭৩৪″ পশ্চিম / ৫১.৫১২৪৯৫০০° উত্তর ৩.১৫৯৭১৪৮৩৩° পশ্চিম / 51.51249500; -3.159714833
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়
পূর্ণ নামকার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব
ডাকনামদ্য আর্চারস
প্রতিষ্ঠিত২০০০; ২৪ বছর আগে (2000)
(ইউডাব্লিউআইসি ইন্টার কার্ডিফ হিসেবে)
মাঠকেঙ্কোইড ক্যাম্পাস
ধারণক্ষমতা১,৬২০
ম্যানেজারওয়েলস ক্রিস্টিয়ান এডওয়ার্ডস
লিগকেমরে প্রিমিয়ার
২০১৯–২০৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed Prifysgol Met Caerdydd, ইংরেজি: Cardiff Metropolitan University Football Club; এছাড়াও কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এফসি অথবা শুধুমাত্র কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় নামে পরিচিত) হচ্ছে কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক ইউনিয়নের অংশ এবং ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এফসি তাদের সকল হোম ম্যাচ কেঙ্কোইড ক্যাম্পাসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১,৬২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রিস্টিয়ান এডওয়ার্ডস। ওয়েলশ রক্ষণভাগের খেলোয়াড় ব্র্যাডলি উলরিজ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]

ঘরোয়া ফুটবলে, কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় এফসি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ২০১৮–১৯ ওয়েলশ লীগ কাপ শিরোপা।

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]


টেমপ্লেট:কার্ডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব