দ্য আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার
ধরনদৈনিক
ফরম্যাটট্যবলয়েড
প্রতিষ্ঠাতা"বিজিবি" হিসাবে পরিচিত বেহরাম কনট্রাক্টর
সহযোগী সম্পাদকঅনন্ত রাও কানঙ্গি
প্রতিষ্ঠাকাল২৫ মার্চ ১৯৮৫; ৩৯ বছর আগে (1985-03-25)
রাজনৈতিক মতাদর্শমধ্য-বাম
ভাষাইংরেজি
শহরমুম্বই
দেশভারত
ওয়েবসাইটwww.afternoondc.in
ফ্রি অনলাইন আর্কাইভwww.afternoondc.in/epaper/default.aspx

দি আফটারনুন ডিসপাচ এন্ড কুরিয়ার ভারতের মুম্বাইয়ের একটি সন্ধ্যকালীন ট্যাবলয়েড। এই সংবাদপত্রটি বেহরাম কন্ট্রাক্টর, "বিজিবি" নামে বেশি পরিচিত, কর্তৃক প্রকাশনা শুরু করেয়েছিল, ২৫ শে মার্চ ১৯৮৫। [১]

এই সংবাদপত্রটি ভারতের বেশ কয়েকজন নামী সাংবাদিকের জন্য একটি প্লাটফর্ম হিসাবে কাজ করেছে। এটি মুম্বই এবং সংলগ্ন শহরগুলির সংবাদে মনোনিবেশ করে।

অনন্ত রাও কানঙ্গি এই পত্রিকার সহযোগী সম্পাদক।

কামাল মোরারকা - প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যবসায়ী এবং সমাজবাদী জনতা পার্টির জাতীয় সভাপতি চন্দ্রশেখর এই পত্রিকার পরিচালক পর্ষদের চেয়ারম্যান।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Behind the News: Voices from Goa's Press। Goa1556। ১ জানুয়ারি ২০০৮। পৃষ্ঠা 61–। আইএসবিএন 978-81-905682-0-3 

বহিঃসংযোগ[সম্পাদনা]