জোনিতা গান্ধী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোনিতা গান্ধী
জোনিতা গান্ধী
জোনিতা গান্ধী
প্রাথমিক তথ্য
জন্ম (1989-10-23) ২৩ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪)
নতুন দিল্লী, ভারত
ধরন
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্র
  • ভোকাল
  • কিবোর্ড
  • সঙ্গীত
  • ইলেক্ট্রো বিটস
কার্যকাল২০১১–বর্তমান
ওয়েবসাইটwww.jonitagandhi.com

জোনিতা গান্ধী একজন ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়-কানাডীয় সঙ্গীতশিল্পী। তিনি একাধারে ইংরেজি, ফ্রেঞ্চ, তামিল, তেলুগু, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কন্নড় এবং মালায়ালম ভাষায় গান গাইতে পারেন।

তিনি ইন্দো-কানাডীয় সমাজে টরোন্টোস নাইটিংগেল হিসেবে পরিচিত। পেন মসালা নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তার বিশ্বজুড়ে হাজারো ফোলোয়ার রয়েছে; এমনকি এ আর রহমান তার কণ্ঠ ইউটিউবে শুনেই উপলব্ধি করেছিলেন। পুরস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী হিসেবে তিনি তার কর্মজীবন গড়ে তুলেছেন। চেন্নাই এক্সপ্রেস (২০১৩) চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন।[১][২][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

জোনিতা গান্ধী ভারতের নতুন দিল্লীতে জন্মগ্রহণ করেন। তার যখন কয়েক মাস বয়স তখন তিনি তার পরিবারের সঙ্গে কানাডা চলে যান এবং ব্রাম্পটোন-টরন্টোতে বেড়ে উঠেন। তার পিতা পেশায় একজন ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ার এবং শখের সঙ্গীতজ্ঞ। ২০০৫ সালে জোনিতা তার পিতার সাথে টরন্টোতে ক্রিসমাস অনুষ্ঠানে সর্বপ্রথম মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন।[৪]

জোনিতা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও থেকে স্বাস্থ্য বিজ্ঞান এবং ব্যবসায় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সিয়াইবিসিতে তার ইন্টার্নশিপ এবং কাজ করেন, কিন্তু পড়াশোনার পাশাপাশি তার গানও চালিয়ে যান। তিনি ওয়েস্টার্ন এবং হিন্দুস্তানি উচ্চতর সঙ্গীতের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।[৫][৬]

কর্মজীবন[সম্পাদনা]

জোনিতা গান্ধীর যখন ১৭ বছর বয়স তখন আকাশ গান্ধির সাথে তার সর্বপ্রথম পেশাদার গান ইউটিউবের মাধ্যমে প্রকাশ পায়। গানটি অনেক তাড়াতাড়ি জনপ্রিয়তা পায় এবং তাকে তার জনপ্রিয়তা অধিক হারে বেড়ে যায়। এরপর একে একে তার জনপ্রিয় গান ইউটিউবে প্রকাশ পেতে থাকে, এর মধ্যে হিন্দি চলচ্চিত্রের জন্য গাওয়া তার গান 'সামওয়ান লাইক ইউ, পানি দা রঙ্গ, তুজকো জো পায়া, তুম হি হো, সুহানি রাত, য়েহ হোসলা এবং আরো অনেক জনপ্রিয় গান প্রকাশ পায়। তার শুরুর কনসার্টগুলো এইসব গানগুলোর মধ্যেই হয়েছে।[৫]

তার নেপথ্য সঙ্গীতশিল্পীর যাত্রা শুরু হয় সনু নিগম এর বিপরীতে গান গাওয়ার মাধ্যমে। এই যাত্রাটি বিভিন্ন দেশ যেমন: রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ানএ হয়েছিলো। সনু নিগম এর সাথে বিশ্ব যাত্রায় অংশ নেওয়ার পর তিনি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেস এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি "হাইওয়ে" (২০১৪) চলচ্চিত্রের "কাহা হু মে" এবং "ইম্পলোসিভ সাইলেন্স" গান দুটির মাধ্যমে বলিউডে জায়গা করে নেন।[৭]

জোনিতা নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি বিভিন্ন সফল সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেছেন এর মধ্যে রয়েছেন এ আর রহমান, প্রীতম এবং আরো অনেকে। তিনি রহমানের সঙ্গীত ভিত্তিক চলচ্চিত্র ওয়ান হার্ট এ কাজ ক করেছেন। তাছাড়া তিনি এমটিভি আনপ্লাগড এএ সেলিম-সুলেমান এবং অমিত ত্রিবেদী এর সাথে পারফর্ম করেছেন।[২]

"দ্য ব্রেকাপ সং" তার গাওয়া সবথেকে জনপ্রিয় গান। গানটির জন্য তিনি একাধিক পুরস্কারের জন্য মনোনিত হোন এবং এটি তাকে অধিক পরিচিতি এনে দেয়।

সঙ্গীত তালিকা[সম্পাদনা]

জোনিতা গান্ধীর গাওয়া সঙ্গীত তালিকা নিচে দেওয়া হলো। তালিকাতে চলচ্চিত্রে গাওয়া এবং না গাওয়া উভয় গান-ই জায়গা পেয়েছে।

বছর গানের শিরোনাম চলচ্চিত্র/সাউন্ডট্র‍্যাক/অ্যালবাম গীতিকার টীকা
২০২০ "হাম হার নেহি মানেঙ্গে" একক এ আর রহমান এইচডিএফসি ব্যাংক
"চুনে চুনে" মাস্কা (২০১০ এর চলচ্চিত্র) মিকি ম্যাক্লিয়ারি
"রোয়িয়া বে" একক অর্জুন হার্যাই
"বাংকাস" বাঘি ৩ তানিস্ক বাঘচি
"মারান" টেডি ডি. ইমান
"দিল খো কে" একক অর্জুন কানুনগো
২০১৯ "আব আজা" ফ্লিপ গাজেন্দ্র বার্মা সঙ্গীত অ্যালবাম
"সুন সাজনা" ভাংড়া পা লে ঋষী রিভ, কিরণ, যশ নার্বেকর
"পেগ শেগ" এ বাজ, নিলোতপাল মুন্সি (জ্যাম৮)
"নি সিরিছুলাম" একশন হিপহপ তামিজাহ
"দ্যা নারি নারি সং" মেড ইন চায়না শচিন-জিগার
"পিন্ক গুলাবি স্কাই" দ্যা স্কাই ইস পিন্ক প্রীতম চক্রবর্তী
"তেরে বিনা" একক জেইদান
"হামারাহি" একক অর্জুন হার্জায়ি ওয়ানপ্লাস প্লেব্যাক
"প্রিয়াসখি" একক (তামিল)
"সান্ধাকারি নিথান" সান্ধা তামিযাহ্ন (তামিল) বিবেক-মারবিন
"দিল কে টেলিফোন" ড্রীম গার্ল [[মীত ভ্রাতৃদ্বয়

নিবন্ধ]]

"নাচ বালিয়ে" একক জিজে জজ - ডিজে চিটাস নাচ বালিয়ে (৯ম মৌসুম) থিম সং
"হে আমিগো" কায়াপ্পায়ান (তামিল) হরিজ জয়রাজ
বন্দোবস্ত (তেলুগু)
"কায়াট্টালাকাল" পাথিনিত্তান পাদি (মালায়ালম) এ.এইচ. কায়াসিফ
"জিলেবারা" থুম্বা (তামিল) বিবেক-মারবিন
"ইংলেশু লাভেসু" পাক্কিরি (তামিল) অমিত ত্রিবেদী
"আংরেজি লাভ সাব" দ্যা এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্যা ফকির অমিত ত্রিবেদী
"হায়াএ ওয়ে" একক কারান
"গঙ্গা: দ্যা রিভার অফ পিপল" একক এ আর রহমান এপোলো টায়ারস
"রাজবাড়ি ওডনি" কলণ্ক প্রীতম চক্রবর্তী
"স্পিকার ফাট জায়ে" টোটাল ধামাল গৌরব-রোশিন
"সাদকে জাউয়ান" এসপি চৌহান ভিবাস
"ঝুমকা বারেলিউয়ালা"
"মে তো জি রাহি" ইন্ড কাউন্টার রাহুল জেন
২০১৮ "এ লে হিম্মাত" একক রঞ্জিত ভারত জমিন'
"নিশ দিন নিশ দিন" একক এ আর রহমান
"রেক্কাই থুলিরথা" কাত্রি মোজি (তামিল) এ.এইচ. কাছিফ
"ঝিনি ঝিনি" একক সেলিম-সুলেমান সঙ্গীত অ্যালবাম
"লাভ উৎসবাম" নেক্সট এন্ট্রি (তেলুগু) রামোজোগায়া শাস্ত্রী
"সার উঠাকে জিয়ো" একক অর্জুন কানুনগো এইচডিএফসি লাইফ
"ছোগাদা" লাভয়াত্রি লিজো জর্জ -ডিজে চেটাস
"তায়াযুব হ্যা" একক গুলরাজ সিং ওয়ানপ্লাস প্লেব্যাক
"ওএমজি পন্নু" সরকার (তামিল) এ আর রহমান
"ওএমজি পিল্লা" সরকার (তেলুগু)
"নিন্নে বিদাপানুলে" এনাগঙ্গা ও প্রেমাকথা (তেলুগু) কেসি অঞ্জন
"সাচ্চি মোহাব্বত" মনমার্জিয়া অমিত ত্রিবেদী
"আহিস্তা" লায়লা মজনু নিলাদ্রী কুমার
"আল্লাহ দুহায় হে" রেস ৩ জ্যাম৮
"কান্নে কান্নে" একক (তামিল) লিওন জ্যামস ৭আপ মাদ্রাস জিগ
"ওরে ওরু" কোলাম্বু কোকিলা (তামিল) অনিরুদ্ধ রবিচন্দ্র
"লাগ জা গালে" সাহেব বিবি অর গ্যাঙ্গস্টার ৩ রামা মজুমদার
"টিপ টিপ" লকডাউন (আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান) বাদশা (র‍্যাপার)
"কালা জোড়া" জি৫ অর্জিনালস

বিজয়ী, সেরা সঙ্গীতশিল্পী- ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী পুরস্কার

"যাব ঘর কি রৌনাক" একক এনা রহমান নিরৌলাক
"আন্ধ্যা কাড়া মাটি" লাভার (তেলুগু) অণ্কিত তিওয়ারি
"জিয়া মার কে (তুম মিলে দিল খিলে)" একক পরিচয় সারেগামা সঙ্গীত
"নেশা তেরা" হোয়েন ওবামা লাভ ওসামা রিশাব সম্ভব জেন
"পাধারো মাওলা" একক সেলিম-সুলেমান
"দিল বেপারওয়াহ" ফেমাস সুদীপ গৌসামি এবং সূর্য বিশ্বকর্মা
"নোখো আনোখো" অক্সিজেন (গুজরাতি) পার্থ ভারত ঠাক্কার
"রাহাত" একক আশিশ-বিজয় টি-সিরিজ পপ চার্টবাস্টার
"হক হ্যা" বুদ্ধ: সংক্ষিপ্ত চলচ্চিত্র শ্রেয়াস পুরানিক টাইমস মিউজিক
"বাস তু হ্যা" ৩ স্টোরিজ ক্লিনটন সিরাজি
"কাধাল" একক এ এইচ কাশিফ
"লামহে বিতে হুই" একক অনুরাগ গোধবলে
"কাস্টলেস" ফিউচার পার্ফেক্ট অনিশ সুদ মিউজিল এলবাম
"আজহাগে" ইরুম্বা থিরারি যুবান শণ্কর রাজা
"আয়াত বানে হাম" একক মিকি যে মেয়ের টি সিরিজ পপ চার্টবাস্টার
"সায়ানি" প্যাডমেন অমিত ত্রিবেদী

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

চাবি
Films that have not yet been released চিহ্নিত চলচ্চিত্রগুলো এখনো মুক্তি পায়নি।
সাল চলচ্চিত্র ভাষা মন্তব্য সূত্র
ঘোষিত হবে ওয়াকিং/টকিং স্ট্রভেড়ি আইস্ক্রিম films that have not yet been released তামিল আত্মপ্রকাশ; কাজ চলছে [৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "From a YouTube sensation to a Bolly playback, Toronto girl Jonita Gandhi sings to t2"The Telegraph India.com। ২৭ ফেব্রুয়ারি ২০১৪। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  2. "Jonita Gandhi sings on the tunes of AR Rahman in the upcoming Bollywood film 'Highway'"। News Wala.com। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  3. "Jonita Gandhi"Jonita Gandhi 
  4. Panjwani, Radhika (২০১৪-০৪-১৬)। "Bollywood crooner from Brampton enroute to stardom | BramptonGuardian.com"BramptonGuardian.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২৬ 
  5. "Jonita Gandhi: Lucky my first Bollywood song for Shah Rukh Khan-starrer"। NDTV.com। ৮ জুলাই ২০১৩। ১২ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  6. "A voice that touched Big B's heart"The Hindu.com। ২১ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  7. "My efforts have paid off with 'Highway', says singer Jonita Gandhi"। IBN Live.in.com। ৫ ফেব্রুয়ারি ২০১৪। ৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  8. "Jonita Gandhi and KK's Walking/Talking Strawberry Ice Cream starts with puja - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]