খাইরতাবাদ মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাইরতাবাদ মসজিদ
১৮৮০ সালে লালা দীন দয়ালর খিরতাবাদ মসজিদের ছবি
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানহায়দ্রাবাদ, তেলেঙ্গানা
রাজ্যতেলেঙ্গানা
দেশভারত
স্থাপত্য
ভূমি খনন১৬১২ খ্রি[১]
সম্পূর্ণ হয়১৬২৬ খ্রি[১]
মিনার

খাইরতাবাদ মসজিদ খাইরতাবাদে অবস্থিত একটি মসজিদ।[১] বর্তমানে খয়েরতাবাদ মসজিদের চারপাশে সুপরিচিত আবাসিক এলাকা গড়ে উঠেছে। এই অঞ্চলটি ভারতের হায়দ্রাবাদের একটি বড় ব্যবসা এবং আইটি চক্রকেন্দ্র হয়ে উঠেছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

খায়রতাবাদ মসজিদটি ১৬২৬ সালে ষষ্ঠ সুলতান মুহাম্মদ কুতুব শাহের কন্যা (১২১২–১৬২৫) মা ছাহেবা নামে পরিচিত খায়রুনিসা বেগম নির্মাণ করেন। তিনি তার গৃহশিক্ষক আখন্দ মোল্লা আবুল মালিকের জন্য মসজিদটি নির্মাণ করেন।

মসজিদ সংলগ্ন একটি গম্বুজহীন একটি ভবন রয়েছে। আখন্দ স্ব-কবর দেওয়ার জন্য তৈরি হলেও যেহেতু তিনি মক্কায় হজযাত্রায় মারা যাওয়ায় গম্বুজটি শূন্য রয়েছে।[২]

খায়রুনিসা বেগম তার জামাতা হুসেন শাহ ওয়ালিকে রাজকন্যার জন্য একটি প্রাসাদ, একটি মসজিদ এবং একটি দিঘি নির্মাণ করতে বলেন। পরে এই দিঘিটি খাইরতাবাদের উত্তর সীমানায় হুসেন সাগর নামে বিখ্যাত হয়।[১]

স্থাপত্য[সম্পাদনা]

খাইরতাবাদ মসজিদটি হুসেন শাহ ওয়ালি নকশা এবং নির্মাণ করেন। মসজিদটির সামনে তিনটি খিলান রয়েছে। মসজিদের সরু মিনারগুলিতে প্রচুর আলংকারিক কাজ রয়েছে এবং এটিকে জলির মতো দেখা যায়।[৩]

ভারতের ইনটাচ এপি মসজিদটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bilgrami, Syed Ali Asgar (১৯২৭)। Landmarks Of The Deccan। পৃষ্ঠা 57-58। 
  2. "Andhra Pradesh Tourism" 
  3. "Khairatabad Mosque"। ১৬১২। 
  4. "Archived copy"। ৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৫