মার্কিন সামোয়ায় ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আমেরিকীয় সামোয়ায় ইসলাম থেকে পুনর্নির্দেশিত)
২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সামোয়ায় মুসলিম ভ্রমণকারীদের হার।

মার্কিন সামোয়ায় ইসলামের উপস্থিতি নগণ্য, তবে মুসলিম ভ্রমণকারীদের সম্পর্কে এই অঞ্চলটির নীতি ২০০০ এর দশকের গোড়ার দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল।[১] ২০০২ সালে মার্কিন সামোয়া এর অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়াই মুসলমানদের এই অঞ্চলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।[২] মুসলিম জনসংখ্যাসম্পন্ন ২৫ টি দেশ থেকে আগতদের ক্ষেত্রে এই বিধিনিষেধগুলি প্রযোজ্য, তালিকায় নিকটবর্তী ফিজিও অন্তর্ভুক্ত ছিলো, যেখানে ৭% মুসলিম সংখ্যালঘু রয়েছে। ২০০৩ সালে ফিজি সরকারের অনুরোধে ফিজিকে তালিকা থেকে সরানো হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. R. G. Crocombe (২০০৭)। Asia in the Pacific Islands: Replacing the West। editorips@usp.ac.fj। পৃষ্ঠা 452–। আইএসবিএন 978-982-02-0388-4। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১২ 
  2. David Stanley (৩ ডিসেম্বর ২০০৪)। Moon Handbooks South Pacific। David Stanley। পৃষ্ঠা 471–। আইএসবিএন 978-1-56691-411-6। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১২