ক্রিলিয়া সভিয়াতভ সামারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিলিয়া সভিয়াতভ
পূর্ণ নামПрофессиональный футбольный клуб Крылья Советов Самара
(পেশাদার ফুটবল ক্লাব ক্রিলিয়া সভিয়াতভ সামারা)
প্রতিষ্ঠিত১৯৪২; ৮২ বছর আগে (1942)
মাঠসামারা এরিনা
ধারণক্ষমতা৪৪,৯১৮
মালিকসামারা ওব্লাস্ট
সভাপতিরাশিয়া ভিতালিয় শাশকভ
ম্যানেজাররাশিয়া ইগর অসিনকিন
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০১৫তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা (রুশ: Профессиональный футбольный клуб «Крылья Советов» Самара, এছাড়াও ক্রিলিয়া সভিয়াতভ সামারা অথবা শুধুমাত্র ক্রিলিয়া সভিয়াতভ নামে পরিচিত) হচ্ছে সামারা ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা তাদের সকল হোম ম্যাচ সামারার সামারা এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৪,৯১৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইগর অসিনকিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিতালিয় শাশকভ। রুশ গোলরক্ষক সেরগিয় রিঝিকভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি সোভিয়েত প্রথম লীগ বা রুশ জাতীয় ফুটবল লীগ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

১৯৪৫, ১৯৫৬, ১৯৬১, ১৯৭৫, ১৯৭৮, ২০১৪–১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PFC Krylia Sovetov Samara"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২১ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:পিএফসি ক্রিলিয়া সভিয়াতভ সামারা টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ