চা তে-হন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চা তে-হন
২০১৫ সালের মে মাসে চা
জন্ম (1976-03-25) ২৫ মার্চ ১৯৭৬ (বয়স ৪৮)
শিক্ষাসিউল ইনস্টিটিউট অফ আর্টস
কিংগি বিশ্ববিদ্যালয়
চুং-আং বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, গায়ক, টেলিভিশন ব্যক্তিত্ব, রেডিও ডিজে, পরিচালক
কর্মজীবন১৯৯৫–বর্তমান
প্রতিনিধিব্লুসুম
দাম্পত্য সঙ্গীচই সুক-ইউন (বি. ২০০৬)
সন্তান
কোরীয় নাম
হাঙ্গুল
হাঞ্জা
সংশোধিত রোমানীকরণCha Tae-hyeon
ম্যাক্কিউন-রাইশাওয়াCh’a T’aehyŏn

চা তে-হন (জন্ম ২৫ মার্চ, ১৯৭৬) দক্ষিণ কোরীয় অভিনেতা, গায়ক, টেলিভিশন ব্যক্তিত্ব, রেডিও ডিজে এবং পরিচালক। তিনি বক্স-অফিসের হিট কমেডি মাই স্যাসি গার্ল (২০০১), স্ক্যান্ডেল মেকারস (২০০৮), হ্যালো ঘোস্ট (২০১০) এবং ফ্যান্টাসি ড্রামা অ্যাকশন হিট এলং উইথ দ্য গডস: দ্য টু ওয়ার্ল্ডস (২০১৭) তে তাঁর প্রধান চরিত্রে সবচেয়ে বেশি পরিচিত। পাশাপাশি তিনি টেলিভিশন সিরিজ জিয়ন উ-চি (২০১২) এবং দ্য প্রডিউসারর্স (২০১৫)। তিনি বিচিত্র-নাটক হিট দ্য টপ (২০১৭) দিয়ে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন।

২০১২ সাল থেকে, তিনি টু ডেস এন্ড ওয়ান নাইট -এর বিভিন্ন শোয়ের অভিনেতা সদস্য। তিনি প্রতিভা পরিচালন সংস্থা ব্লুসুম এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

চায়ের বাবা চা জে-ওয়ান, কেবিএসের প্রভাবশালী একজন সহকারী পরিচালক ছিলেন এবং তাঁর মা চই সু-মিন, এখন অবসরপ্রাপ্ত, একজন কন্ঠ অভিনয় শিল্পী ছিলেন। [১] তাঁর ভাই চলচ্চিত্র প্রযোজক চা জি-হায়িয়ন।

জুন ১, ২০০৬ এ, চা তার হাই স্কুলের প্রেমিকা, পপ গীতিকার ছোই সু-ইউকে বিয়ে করেছিলেন। [২] তারা ১৩ বছর প্রেম করেছিলেন; তিনি তাঁর প্রথম এবং একমাত্র বান্ধবী ছিলেন। [৩] তাদের তিন সন্তান রয়েছে, একটি ছেলে (চা সু-চান) এবং দুটি কন্যা (চা তা-ইউন, চা সু-জিন)। [৪]

২০১১ সালে, চা এসবিএসের টক শো হিলিং ক্যাম্পে, আরন্ট ইউ হ্যাপি অনুষ্ঠানে প্রকাশ করেছিলেন যে, তাঁর আতঙ্কজনিত ব্যাধি রয়েছে। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chun, Su-jin (আগস্ট ১২, ২০০১)। "Son's Success Has His Father all Fluffed Up"Korea JoongAng Daily। জানুয়ারি ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১২ 
  2. "Cha Tae-hyun's grand wedding"China Economic Net। জুন ৩, ২০০৬। মে ১২, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১২ 
  3. Sunwoo, Carla (জুলাই ২৬, ২০১২)। "Cha Tae-hyun says he only had one girlfriend"Korea JoongAng Daily। আগস্ট ১৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১২ 
  4. "It's a baby girl for actor Cha Tae-hyun"Korea JoongAng Daily। ডিসেম্বর ১২, ২০১৩। 
  5. "Why Do Many Celebrities Suffer from Mental Problems"The Chosun Ilbo। জানুয়ারি ১০, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]