গৌরচন্দ্র বালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরচন্দ্র বালা
সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৮ জুন ২০০৫
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

গৌরচন্দ্র বালা (মৃত্যু ১৮ই জুন, ২০০৫) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান সরকারের সময় একবার মন্ত্রী হয়েছিলেন।[১]গৌরচন্দ্র বালা

জন্ম : ভাদ্র, রবিবার, ১৩৩০, গ্রাম: উল্লাবাড়ী, ইউনিয়ন: কদমবাড়ী, থানা : রাজৈর, জেলা : মাদারীপুর।

পিতা : রাজমোহন বালা, মাতা : নারায়ণী বালা, ভাইবোন : নিত্যানন্দ বালা, চৈতন্য বালা, তীর্থবাসী দেবী, হরীতকী দেবী

বিবাহ : ২৯ জুন ১৯৫২, স্ত্রী : অঞ্জলি বালা

সন্তান-সন্ততি : বিপ্লব বালা, প্রণব বালা, তন্দ্রা বালা, পান্না বালা, তৃপ্তি বালা

শিক্ষা:

প্রাথমিক শিক্ষা : জলিরপাড় পাঠশালা, মাধ্যমিক: খালিয়া রাজারাম ইনস্টিটিউট, ম্যাট্রিকুলেশন : ১৯৪৩, উচ্চ মাধ্যমিক: ১৯৪৫, দৌলতপুর হিন্দু একাডেমি, খুলনা, বিএ : ১৯৪৭, রিপন কলেজ, কলকাতা, এমএ (বাংলা) : ১৯৪৯, কলিকাতা বিশ্ববিদ্যালয়, আইন, প্রিলিমিনারি : ১৯৫২, কলকাতা ল' কলেজ, এলএলবি : ১৯৬১, ঢাকা ল' কলেজ

চাকুরি :

পোস্টাল বিভাগ, কেন্দ্রীয় ভারত সরকার, ১৯৪৯ – ১৯৫৩

আইন পেশা :

ফরিদপুর বার কাউন্সিল, ১৯৬২ সাল থেকে ১৯৯০ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সদস্য। ১৯৮৩

কর্মজীবন :

প্রাদেশিক পরিষদ সদস্য : ১৯৫৪

গণপরিষদ সদস্য : ১৯৫৫-

যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ সদস্য : ১৯৫৬

আওয়ামী লীগ নমিনেশন বোর্ড সদস্য : ১৯৭০ ও ১৯৭৩

ছয় দফা আন্দোলনে ফরিদপুরে এবং ফাতেমা জিন্নাহর প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনকালে ১৯৬৪-এ দক্ষিণবঙ্গে বিশেষ দায়িত্ব পালন

প্রাদেশিক পরিষদ সদস্য : ১৯৭০

কার্যকরি চেয়ারম্যান : মুক্তিযুদ্ধকালের দক্ষিণ-পশ্চিম জোন-২

সামাজিক কর্ম :

উল্লাবাড়ী প্রাথমিক ও মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা সভাপতি : সৎকার সমিতি, ফরিদপুর।

মৃত্যু : ২ আষাঢ়, শুক্রবার ১৪১২, ১৮ জুন ২০০৫।

রবিবার ১৩৩০,গ্রাম উল্লাবাড়ী,ইউনিয়ন:কদমবাড়ি, থানা:রাজৈর,জেলা:মাদারীপুর।

পিতা: রাজমোহন বালা, মাতা নারায়ণী বালা, ভাইবোন নিত্যানন্দ বালা, চৈতন্য বালা,

তীবানী দেবী, হরীতকী দেবী বিবাহ : ২৯ জুন ১৯৫২, স্ত্রী : অঞ্জলি বালা,

সন্তান-সন্ততি : বিপ্লব বালা, প্রণব বালা, তন্দ্রা বালা, পান্না বালা, তৃপ্তি বালা

শিক্ষা:

প্রাথমিক শিক্ষা : জলিরপাড় পাঠশালা, মাধ্যমিক: খালিয়া রাজারা ইনস্টিটিউট, ম্যাট্রিকুলেশন: ১৯৪৩, উচ্চ মাধ্যমিক: ১৯৪৫, দৌলতপুর হিন্দু একাডেমি, খুলনা, বিএ: ১৯৪৭, রিপন কলেজ, কলকাতা, এমএ (বাংলা): ১৯৪৯, কলিকাতা বিশ্ববিদ্যালয়, আইন, প্রিলিমিনারি ১৯৫২, কলকাতা ল' কলেজ, এলএলবি ১৯৬১. ঢাকা ল' কলেজ

পোস্টাল বিভাগ, কেন্দ্রীয় ভারত সরকার, ১৯৪৯-১৯৫৩

চাকুরি

আইন পেশা

ফরিদপুর বার কাউন্সিল, ১৯৬২ সাল থেকে ১৯৯০

হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সদস্য : ১৯৮৩

কর্মজীবন:

প্রাদেশিক পরিষদ সদস্য : ১৯৫৪

গণপরিষদ সদস্য : ১৯৫৫

যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ সদস্য : ১৯৫৬

আওয়ামী লীগ নমিনেশন বোর্ড সদস্য : ১৯৭০ ও ১৯৭৩ নির্বাচনকালে ১৯৬৪-এ দক্ষিণবঙ্গে বিশেষ দায়িত্ব পালন

হয় দফা আন্দোলনে ফরিদপুরে এবং ফাতেমা জিন্নাহর প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে

প্রাদেশিক পরিষদ সদস্য : ১৯৭০

কার্যকরি চেয়ারম্যান : মুক্তিযুদ্ধকালের দক্ষিণ-পশ্চিম জোন-২

সামাজিক কর্ম:

উন্নাবাড়ী প্রাথমিক ও মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা সভাপতি : সৎকার সমিতি, ফরিদপুর

মৃত্যু: ২ আষাঢ়, শুক্রবার ১৪১২, ১৮ জুন ২০০৫।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

গৌরচন্দ্র বালা ২৫শে মার্চ ১৯৫৪ সালে উঃ-পূঃ ফরিদপুর থেকে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন।[২] ১৯৫৮ সালে তিনি পূর্ব পাকিস্তানের খাদ্যমন্ত্রী হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gour Chandra Bala"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  2. The East Bengal Civil List (ইংরেজি ভাষায়)। পূর্ব পাকিস্তান সরকার প্রেস। ১৯৫৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. গণপরিষদ, পূর্ব পাকিস্তান। Assembly Proceedings; Official Report (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ১৫৪। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯