হাজো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজোর হয়গ্রীব মাধব দেবালয়ের সন্মুখভাগ

হাজো অসমের কামরূপ জেলার ব্রহ্মপুত্র নদের পারে অবস্থিত একটি স্থান । এটি অসমের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ২৪কি:মি: দূরত্বে অবস্থিত। হাজোকে হিন্দু, বৌদ্ধমুসলমানের প্রাচীন তীর্থস্থান। এই অঞ্চলে বহু প্রাচীন মঠ-মন্দির ইত্যাদি দেখতে পাওয়া যায়।

রাজনীতি[সম্পাদনা]

হাজো গুয়াহাটি লোকসভা সমষ্টির অন্তর্ভুক্ত।৷[১]

পর্যটন[সম্পাদনা]

হয়গ্রীব মাধব দেবালয়[সম্পাদনা]

এই দেবালয়টি মণিকুট পাহাড়ে অবস্থিত। ১৫৮৩ সনে রঘুদেব নারায়ণে দেবালয়টি নির্মাণ করেছিলেন। কিন্তু ইতিহাসবিদের মতে দেবালয়টি পাল রাজবংশ ষষ্ঠ শতিকায় নির্মাণ করেছিলেন। এটি পাথর দ্বারা নির্মিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫