ব্রেশা কালচো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রেশা
পূর্ণ নামব্রেশা কালচো এস.পি.এ.
ডাকনামলে রোন্দিনেল্লে (ছোট সোয়ালো)
ই বিয়াঙ্কাজ্জুররি (সাদা এবং নীল)
লা লেওনেসা (সিংহী)
প্রতিষ্ঠিত১৯১১; ১১৩ বছর আগে (1911)
মাঠস্তাদিও মারিও রিগামোন্তি,
ব্রেশা, ইতালি
ধারণক্ষমতা১৯,৫০০
মালিকইতালি মাসসিমো চেল্লিনো
সভাপতিইতালি মাসসিমো চেল্লিনো[১]
প্রধান কোচউরুগুয়ে দিয়েগো লোপেস
লিগসেরিয়ে বি
২০১৯–২০১৯তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ব্রেশা কালচো (ইতালীয় উচ্চারণ: [ˈbreʃʃa ˈkaltʃo]; সাধারণত ব্রেশা কালচো এফসি অথবা শুধুমাত্র ব্রেশা নামে পরিচিত) হচ্ছে ব্রেশা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রেশা কালচো তাদের সকল হোম ম্যাচ ব্রেশার স্তাদিও মারিও রিগামোন্তিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৯,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়েগো লোপেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাসসিমো চেল্লিনোইতালীয় মধ্যমাঠের খেলোয়াড় দিমিত্রি বিসোলি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, ব্রেশা কালচো এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি সেরিয়ে বি শিরোপা এবং ২টি সেরিয়ে চি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা দেল'আমিচিজিয়া শিরোপা এবং ১টি অ্যাঙ্গলো-ইতালীয় কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]