দাওয়াতুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাওয়াতুল ইসলাম ইউকে এবং আইরে লন্ডনে অবস্থিত একটি মুসলিম সংগঠন। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে ১৯৭৮ সালে ব্রিটেনের পূর্ব বাঙালি মুসলমানদের পরিচর্যা করতে জামায়াতে ইসলামী পাকিস্তান- ভিত্তিক যুক্তরাজ্য ইসলামিক মিশন থেকে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯০ সালে, সংগঠনটি বাংলাদেশের আঞ্চলিক পার্থক্যের কারণে ইসলামিক ফোরাম ইউরোপ দাওয়াতুল ইসলামের কাছ থেকে এটির কার্যক্রম বিচ্ছিন্ন করেছে।[১][২] বাংলাদেশে গুলশানে জঙ্গি হামলায় দাওয়াতুল ইসলাম জড়িত ছিল বলে ধারণা করা হয়।[৩] এই সংগঠনটি বর্তমানে একটি মসজিদ, দারুল উম্মাহ, বিগল্যান্ড স্ট্রিট, টাওয়ার হ্যামলেটস ভিত্তিক পরিচালিত হচ্ছে। [৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "British-Bangladeshi brothers set up, spearheaded IS drone program"Dhaka Tribune। ২০১৮-০৭-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২২ 
  2. Husain, Ed, The Islamist, Penguin, 2007, p.24-5, 166
  3. "গুলশান হামলা দাওয়াতুল ইসলামের কাজ!"দৈনিক ইত্তেফাক। ৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Bangladeshi Diaspora in the UK SOAS Conference on Human Rights and Bangladesh" (পিডিএফ)। ২০১০-০৯-২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১ 
  5. "Darul Ummah Mosque"। Darul Ummah Mosque। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪