নতুন পৃথিবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নতুন পৃথিবী
পরিচালকআনোয়ার হুসেন
প্রযোজকআনোয়ার হুসেন
চিত্রনাট্যকারপদ্ম বরকটকী, সর্বানন্দ
কাহিনিকারআনোয়ার হুসেন
শ্রেষ্ঠাংশেঅনুপমা ভট্টাচার্য
বিমল নাথ
সুরকারত্রিধারা
প্রযোজনা
কোম্পানি
২নং নিউ থিয়েটার্চ, কলিকতা
মুক্তি১৯৫৮
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

নতুন পৃথিবী আনোয়ার ফিল্মসের ব্যানারে নির্মিত এবং আনোয়ার হুসেন পরিচালিত এবং প্রযোজিত একটি অসমীয়া চলচ্চিত্র। আনোয়ার ফিল্মস দ্বারা নির্মিত এটি দ্বিতীয় ছবি। ১৯৫৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কাহিনীটি আনোয়ার হুসেইন রচনা করেন। সংলাপ লিখেছিলেন পদ্ম বরকটকী এবং সর্বানন্দ। কলিকাতার ২নং নিউ থিয়েটার্স স্টুডিওতে ছবিটি নির্মাণ করা হয়েছিল। নতুন পৃথিবীর শব্দগ্রহণ আর.সি.এ. পদ্ধতিতে করা হয়েছিল।[১] ছবির প্রচারের জন্য ট্রেলার মুক্তি দেওয়া এটি প্রথম অসমীয়া ছবি।[২]

নতুন পৃথিবী একটি নারীকেন্দ্রিক ছবি। বিধবা বিবাহকে বিষয়-বস্তু হিসাবে নিয়ে ছবির কাহিনীভাগ রচনা করা হয়েছিল।[৩]

অনুপমা ভট্টাচার্য, বিমল নাথ, মলয়া দাস, বীণা দাস, বুধীন শর্মা, বিভূতি চক্রবর্তী, সর্বানন্দ পাঠক, গানা ভট্টাচার্য, কল্পনা রায়, হেমেন চৌধুরী ইত্যাদি ছাড়াও পশ্চিমবঙ্গের নিতীশ মুখার্জী, পদ্মা দেবী, তপতী ঘোষ, অরুণ কুমার ইত্যাদিও ছবিটিতে অভিনয় করেন।[১]

সঙ্গীত পরিচালনা করেন ত্রিধারা।[১] অন্য কয়েকটি উৎস মতে ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন মুকুল বরুয়া এবং রাজেশ্বর বরদলৈ।[৪][২] কণ্ঠ দিয়েছিলেন - শেবালী দেবী, মিহির বরদলৈ, জ্যোতির্ময় কাকতি এবং মুকুল বরুয়া।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মঞ্চলেখা, পৃষ্ঠা ৩১৯, অতুলচন্দ্র হাজারিকা, লয়ারস্ বুক ষ্টল, গুয়াহাটি, ১৯৬৭ 
  2. "Released Assamese Feature Films"। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ 
  3. "'Women are the prime force of society'"। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯ 
  4. "Notun Prithibi directed by Anowar Hussain"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০